সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল থেকেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, হায়দরাবাদের বাঞ্জারা হিলস-এর রাস্তায় গাড়ি থেকে নেমে এক ট্র্যাফিক পুলিশের উপর চড়াও হয়েছেন তেলুগু ছবির জনপ্রিয় অভিনেত্রী সৌম্য জানু। এই ভিডিও এক্স হ্যান্ডেলে (টুইটার), ফেসবুকে ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় নেটপাড়ায়।
তা ঠিক কী ঘটেছে?
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ২৪ ফেব্রুয়ারি। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অভিনেত্রী ট্র্যাফিক আইন ভেঙে গাড়ি নিয়ে ভুল রাস্তায় ঢুকে পড়েছিলেন। পুলিশ তাঁকে আটকাতেই মেজাজ হারান অভিনেত্রী। তার পরই চড়াও হন পুলিশের উপর। এমনকী, ট্র্যাফিক পুলিশের পোশাকও ছিঁড়ে দেন তিনি। আশপাশের লোক অভিনেত্রীকে আটকাতে চাইলে, অভিনেত্রী তাঁদের উপরও চড়াও হন বলে খবর।
[আরও পড়ুন: বাদ আলিয়া! বনশালির জন্মদিনে একগাড়িতে ভিকি-রণবীর, ভিডিও দেখে ‘মুচমুচে গসিপ’ নেটপাড়ায়]
জানা গিয়েছে, তেলুগু ছবির অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী।
[আরও পড়ুন: ‘কাঞ্চন আমাকে ভালো সামলাবে’, ৫৩-র তারকা বিধায়ককে বিয়ে করেই ট্রোলের জবাব শ্রীময়ীর]