সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়পর্দায় রাম-রাবণের যুদ্ধ। আর তা দেখতে সিনেমা হলে হাজির হবেন খোদ হনুমান অর্থাৎ বজরংবলী। ভাবছেন, এ কীভাবে সম্ভব? বিশ্বাসের জোরে। হ্যাঁ, বিশ্বাসে মিলায় বস্তু, এই মতে আস্থা রেখেই ‘আদিপুরুষ’-এর (Adipurush) প্রতি শোয়ে বজরংবলীর জন্য একটি করে টিকিট রাখা হবে। এমনটাই জানিয়েছেন ছবির প্রযোজকরা।
পরিচালক ওম রাউতের বিগ বাজেটের ছবি ঘিরে প্রথম থেকেই সিনেপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। একে একে সামনে এসেছে রাম, সীতা, রাবণের পোস্টার। রামের ভূমিকায় প্রভাস (Prabhas) এবং রাবণ রূপী সইফ আলি খান (Saif Ali Khan) তুমুল সমালোচনার মুখে পড়েন। সীতার চরিত্রে হিন্দুত্ববাদীদের রোষানলে পড়তে হয় কৃতী স্যাননকেও (Kriti Sanon)। এমনকী, ছবি নিষিদ্ধ করার ডাকও তুলেছিল রামমন্দিরের প্রধান পুরোহিত। তবে হাজার সমালোচনা উপেক্ষা করেই মুক্তি পেয়েছে ‘আদিপুরুষে’র ট্রেলার ও গান। আর তা বেশ জনপ্রিয়তা পেয়েছে।
[আরও পড়ুন: বিয়ের আগে যৌনতার পক্ষে সওয়াল! ‘লাস্ট স্টোরিজ ২’র ঝলকে চমক কাজল-নীনা-তামান্নার]
পরিচালক ওম রাউতের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ‘আদিপুরুষ’ টিমের বিশ্বাস যেখানে রাম থাকেন সেখানেই হনুমান বিরাজ করেন। তাই প্রত্যেক সিনেমাহলে একটি টিকিট বজরংবলীর জন্য বুক করে রাখা হবে। তাঁর জন্য একটি আসন বরাদ্দ থাকবে।
প্রসঙ্গত, পাঁচশো কোটি টাকা বাজেটে তৈরি প্রভাস-কৃতীর নতুন ছবি। শোনা যাচ্ছে, শুধুমাত্র তেলুগু ভার্সানের থিয়েট্রিক্যাল সত্ত্ব বিক্রি করেই ছবির আয় ১৮৫ কোটি টাকা। জিএসটি যুক্ত হলে এই মূল্য ২০০ কোটি টাকার বেশি। অর্থাৎ ১৬ জুন মুক্তির আগেই দু’শো কোটি টাকার বেশি আয় করে ফেলেছে ‘আদিপুরুষ’। সোমবারই ছবির নতুন ট্রেলার প্রকাশ্যে আসার কথা।