সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২ বছরে পর পর পাঁচটি ফ্লপ ছবি উপহার দেওয়ার পর এবার শেষমেশ বক্সঅফিসে ফিনিক্স পাখি হয়ে উঠে দাঁড়ালেন অক্ষয় কুমার। শিবদূতের চরিত্রেই বাজিমাত। গোড়ার দিকে ধীর গতিতে আয় করা শুরু করলেও এবার দ্বিতীয় সপ্তাহ থেকে বক্সঅফিসে রমরমিয়ে ব্যবসা শুরু করেছে ‘OMG 2’। ইতিমধ্যেই ১০০ কোটির গণ্ডী পার করে ফেলেছে। কিন্তু যে ছবির জন্য বলিউড খিলাড়ির ‘ফ্লপ’ তকমা ঘুচল, সেই সিনেমার পারিশ্রমিক হিসেবে একটা টাকাও নেননি অক্ষয় কুমার।
প্রসঙ্গত, লাগাতার ফ্লপের জেরে কম সমালোচনা, কটাক্ষের মুখে পড়তে হয়নি বলিউড খিলাড়িকে। তবে এবার শিবদূতের চরিত্রেই বাজিমাত! বক্সঅফিসে রমরমিয়ে চলছে ‘OMG 2’। দেশের মাটিতে একশো কোটির ক্লাব ছুঁইছুঁই করলেও বিদেশের বক্সঅফিসে ১১২ কোটি টাকা আয় করে ফেলেছে অক্ষয় কুমারের ছবি। এবার প্রযোজক অজিত আন্ধারে ফাঁস করলেন অভিনেতার পারিশ্রমিক।
[আরও পড়ুন: ‘এমন একটা ভাব করছেন যেন যাদবপুরে লেখাপড়া হয় না’! ছাত্রমৃত্যু কাণ্ডে বিস্ফোরক উষসী]
আসলে বলিউডের বেশ কিছু সংবাদমাধ্যমে সম্প্রতি দাবি করা হয়েছিল যে, ‘OMG 2’ নাকি বিগ বাজেট ছবি। দেড়শো কোটি টাকার উপরে খরচ করে তৈরি করা হয়েছে এই সিনেমা। এমন বিভ্রান্তিকর খবর রটতেই ময়দানে নামলেন ছবির প্রযোজক অজিত আন্ধারে। যিনি যৌথ উদ্যোগে ‘OMG 2’র প্রযোজনা করেছেন।
অজিত আন্ধারে জানিয়েছেন, “খবর রটেছে এই ছবি নাকি বিপুল টাকা খরচ করে বানানো। মোটেই তা নয়! আমাদের এরকম অবস্থা ছিল যে অক্ষয় নিজে থেকেই কোনও পারিশ্রমিক নেননি ‘OMG 2’তে অভিনয় করার জন্য। একটা টাকাও না! উলটে আর্থিক সাহায্যের পাশাপাশি সিনেমার ক্রিয়েটিভ দিকেও ওঁকে আমরা পাশে পেয়েছি।” তাহলে কি বক্সঅফিসে হিট হলেও ‘OMG 2’ থেকে কি কোনও লাভই করলেন না অক্ষয় কুমার? শোনা যাচ্ছে, এই ছবির লভ্যাংশ থেকে নাকি একটা অংশ যাবে অভিনেতার পকেটে। এর আগে একাধিক ফ্লপ ছবি দিয়েই সম্ভবত এমন সিদ্ধান্ত অক্ষয় কুমারের।