shono
Advertisement

‘আদিপুরুষ’ বিতর্কের মাঝেই ছোটপর্দায় ফিরছে রামানন্দ সাগরের ‘রামায়ণ’, কোথায় দেখা যাবে?

ইতিমধ্যেই আগাম ঝলক প্রকাশ করা হয়েছে।
Posted: 09:12 AM Jun 28, 2023Updated: 09:17 AM Jun 28, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির পর থেকেই বিতর্কে প্রভাস-কৃতীর ‘আদিপুরুষ’ (Adipurush)। নিন্দার ঝড় সারা দেশে। অনেকেই রামানন্দ সাগরের ‘রামায়ণ’-এর তুলনা টেনে নতুন ছবিকে একহাত নিয়েছেন। রামানন্দ সাগরের সেই ‘রামায়ণ’ (Ramayan) ফিরছে ছোটপর্দায়। আগামী সপ্তাহ থেকেই দেখা যাবে পুরনো রাম, সীতা, লক্ষ্মণদের।

Advertisement

১৯৮৭ সালে ডিডি ন্যাশনালে শুরু হয়েছিল ‘রামায়ণ’ সিরিয়াল। রামের ভূমিকায় অভিনয় করেছিলেন অরুণ গোভিল। সীতা হয়েছিলেন দীপিকা চিকালিয়া। সুনীল লহরী হয়েছিলেন লক্ষ্মণ। আর রাবণের চরিত্রে অভিনয় করেছিলেন অরবিন্দ ত্রিবেদী। হনুমানের ভূমিকায় আবার দেখা গিয়েছিল দারা সিংকে। প্রত্যেকটি চরিত্র তুমুল জনপ্রিয় হয়েছিল। এখনও অনেকের কাছে রাম-সীতা-লক্ষ্মণ ও হনুমান বলতে এই অভিনেতারাই।

[আরও পড়ুন: টম ক্রুজের এই ছবির নকল হৃতিকের ‘ফাইটার’! সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে]

এদিকে গত ১৬ জুন সিনেমা হলে মুক্তি পেয়েছিলেন ‘আদিপুরুষ’। ভিএফএক্স সর্বস্ব সেই ছবি তুমুল সমালোচনার মধ্যে পড়ে। একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে ছবির বিরুদ্ধে। চাপের মুখে সংলাপও পালটানো হয়েছে। কমানো হয়েছে টিকিটের দাম। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। “‘আদিপুরুষ’ এক্কেবারে হলিউড স্টাইল কার্টুন ফিল্ম”, বলেন অরুণ গোভিল। “কী ভাবছিলেন তাঁরা (আদিপুরুষ ছবির নির্মাতারা)। না কোনও বর্ণন, না কোনও চরিত্রায়ন। সবই তো বিক্ষিপ্ত। আলাদা করতে গিয়ে সর্বনাশ করে দিয়েছে”, ক্ষোভ প্রকাশ করে বলেন সুনীল লহরী। রামানন্দ সাগরের ছেলে প্রেমও ‘আদিপুরুষ’ নিয়ে বেজায় ক্ষুব্ধ।

এমন পরিস্থিতিতেই ‘শিমারু টিভি’তে ফিরছে পুরনো রামায়ণ। আগামী ৩ জুলাই থেকে প্রতিদিন সাড়ে সাতটা থেকে দেখা যাবে ধারাবাহিকটি। ইতিমধ্যেই একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। তার ক্যাপশনে জানানো হয়েছে কোন কানেকশনে কত নম্বর চ্যানেলে ফের মহাকাব্য দেখা যবে।

[আরও পড়ুন: ‘একটি ধর্মীয় সম্প্রদায়ের ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়েছে?’, হাই কোর্টে ভর্ৎসনার মুখে ‘আদিপুরুষ’]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার