সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই মহাকাশযানে ১০৪টি উপগ্রহ একসঙ্গে পাঠিয়ে নতুন ইতিহাস গড়ল ইসরো। ভাঙল নিজেদেরই রেকর্ড। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকলেই শুভেচ্ছা জানিয়েছেন। তবে তিনি বলিউডের শাহেনশা। তাই শুভেচ্ছা জানানোর কায়দাটিও হটকে।
ফেব্রুয়ারি শেষেই বিদায় নিচ্ছে ‘ভুতু’, আসছে ‘বিকেলে ভোরের ফুল’
নিজের ও ছেলে অভিষেকের নাচের ছবি টুইট করে ইসরোকে এভাবেই শুভেচ্ছা জানিয়েছেন অমিতাভ। আর এতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ করেছেন প্রশংসা, কেউ নিন্দায় সরব হয়েছেন। কেউ আবার ঠাট্টার ছলে মনে করিয়ে দিয়েছেন, জুনিয়র বচ্চনের কেরিয়ার লঞ্চ করা ইসরোর পক্ষেও সম্ভব নয়।
পলাশের আবিরে এবার দোল রাঙাবেন জঙ্গলমহলের আদিবাসীরা
সিনেমা বেছে করলেও টুইটে হামেশাই সরব বিগ বি। বেশিরভাগ সময়ই তাঁর বার্তা প্রশংসা পায় দর্শকদের। কিন্তু এবার প্রতিক্রিয়া মিশ্র।
ফের দূরদর্শনের পর্দায় দেখা যাবে শাহরুখ খানকে
The post ইসরোকে শুভেচ্ছা জানালেন অমিতাভ, তোলপাড় টুইটার appeared first on Sangbad Pratidin.