সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বড় ধাক্কা অরিজিৎ সিংয়ের (Arijit Singh)। কাছের মানুষকে হারালেন সঙ্গীতশিল্পী। প্রয়াত অরিজিতের দিদিমা ভারতী অধিকারী। শোনা গিয়েছে, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। রবিবার দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করে ভারতী দেবী। এমনটাই খবর।
২০২১ সালে মাকে হারান অরিজিৎ। সেবছরের মে মাসে করোনা (Corona Virus) আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন অদিতি সিং। বেশ কয়েকদিন একমো সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। ১৭ মে করোনামুক্ত হন অদিতিদেবী। তবে পরে আবার সেরিব্রাল স্ট্রোক হয়। সেই ধাক্কা সামলে উঠতে পারেননি অরিজিৎ সিংয়ের মা। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
[আরও পড়ুন: গ্র্যামির মঞ্চ থেকে গ্রেপ্তার সঙ্গীতশিল্পী, ‘কিলার’কে তুলে নিয়ে গেল পুলিশ, কোন অপরাধে? ]
মাত্র ৫৭ বছর অরিজিতের মা অদিতি সিংয়ের। আর গায়কের দিদিমা ভারতী অধিকারীর বয়স ছিল ৮২। শোনা যায়, জিয়াগঞ্জের এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন তিনি। দিদার হাত ধরেই নাকি সঙ্গীতের জগতে অরিজিতের সফর শুরু হয়। গুরু রাজেন হাজারির কাছে তালিম নিতে শুরু করেন তিনি।
এদিন অরিজিতের একটি ছবি নেটদুনিয়ায় দেখা গিয়েছে, যাতে জিয়াগঞ্জের শ্মশানের বাইরে দিয়ে গায়ককে স্কুটি চালিয়ে যেতে দেখা যাচ্ছে। গায়কের সঙ্গে তাঁর স্ত্রী কোয়েলও রয়েছেন। মনে করা হচ্ছে, দিদার শেষকৃত্যে যোগ দিতেই যাচ্ছিলেন দেশের জনপ্রিয় গায়ক।