shono
Advertisement

নতুন রূপে টেলিভিশনের পর্দায় আভেরী, চমক দেবেন ভিন্নধারার চরিত্রে

কিন্তু কেন নিজের পরিচয় গোপন রাখেন তিনি?
Published By: Arani BhattacharyaPosted: 09:18 AM Sep 10, 2025Updated: 09:18 AM Sep 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দায় বরাবর নিজেকে অন্যভাবে তুলে ধরেছেন অভিনেত্রী আভেরী সিংহরায়। ছোটপর্দা থেকে বড়পর্দা এমনকি ওটিটি প্ল্যাটফর্ম, সব মাধ্যমেই নতুন নতুন চরিত্রে নতুনভাবে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। এবার ছোটপর্দা থেকে বেশ কিছুদিন দূরে থাকার পর ফের ফিরতে চলেছেন সেই চেনা ঘরে। নতুন চরিত্রে, নতুন ধারাবাহিকে দেখা যাবে আভেরীকে।

Advertisement

জি বাংলা সোনার চ্যানেলে 'স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম' ধারাবাহিকে দেখা যাবে আভেরীকে। এখানে এইজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে আভেরীকে। আভেরীর পাশাপাশি এই ধারাবাহিকে দেখা যাবে ঋষি কৌশিক, রুকমা রায় ও বাসবসত্তা চট্টোপাধ্যায়কে। তবে পেশায় পুলিশ অফিসার নীলিমা দাস অর্থাৎ আভেরী নিজের পরিচয় গোপন রেখে ফুড ভ্লগার হিসাবে নিজের পরিচয় দেয়। কিন্তু কেন নিজের পরিচয় গোপন রাখেন তিনি? তা জানা যাবে ধারবাহিকের গল্প এগোনর সঙ্গে সঙ্গে।

 

ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় নিজের নতুন ধারাবাহিকে নতুন লুক শেয়ার করে নিয়েছেন আভেরী। তাঁর লুক দেখে মনে করা হচ্ছে এক্কেবারে ভিন্ন ধারার চরিত্রেই ফের তাঁকে দেখবেন দর্শক। ছোটপর্দা দিয়েই অভিনয়ের জার্নি শুরু আভেরীর। এর আগে 'অলক্ষী'জ ইন গোয়া' সিরিজ থেকে বড়পর্দায় 'আমার বস'এ অন্যরকম চরিত্রে নজর কেড়েছেন অভিনেত্রী। এবার পালা ফের ছোটপর্দায় দর্শকের মন জয় করার।                 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement