shono
Advertisement

Breaking News

Pori Moni

'পরী শুধু আমার', পরীমণির প্রেমে হাবুডুবু খাচ্ছেন জনপ্রিয় এই গায়ক, চতুর্থ বিয়ে হল বলে!

আদালতেও নাকি সেই তরুণ গায়ককে দেখা গিয়েছে অভিনেত্রীর সঙ্গে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 07:05 PM Feb 10, 2025Updated: 07:07 PM Feb 10, 2025

সুকুমার সরকার, ঢাকা: পরীমণি বরাবরই ডাকাবুকো। তাঁর জীবনে কোনও রাখঢাক নেই। প্রেম হোক বা ডিভোর্স, সবেতেই তিনি খুল্লমখুল্লা। খোলা পাতার মতোই পরীমণি জীবন। এবার ফের একবার অভিনেত্রীর প্রেমের গুঞ্জন। অতীত ভুলে ভরা বসন্তে কি আবারও কাউকে মন দিয়ে বসলেন তিনি? শোনা যাচ্ছে, বাংলাদেশের এক জনপ্রিয় গায়ক নাকি প্রেমে হাবুডুবু খাচ্ছেন পরীর। আদালতেও নাকি সেই তরুণ গায়ককে দেখা গিয়েছে অভিনেত্রীর সঙ্গে। আবার সোশাল মিডিয়ায় আদুরে পোস্টে তিনি লিখেছেন, ‘অন্য কোনও মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। এখন পরী শুধু আমার।' তাহলে কি চতুর্থ বিয়ে হল বলে পরীর? ঢালিউডে এখন এই প্রশ্নই ঘুরছে। 

Advertisement

জানা গিয়েছে, পরীর এই মনের মানুষের নাম শেখ সাদী। কয়েকদিন আগেই এক ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল অভিনেত্রীর বিরুদ্ধে। কিন্তু ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান পরী। তাঁর জামিন মঞ্জুরও হয়। জানা গেল, পরীমণির মামলায় জামিনদার হয়েছেন সাদী। কোর্টেও নাকি অভিনেত্রীর সঙ্গে দেখা গিয়েছে তাঁকে। এই গুঞ্জনের মাঝেই জল্পনা উসকে রবিবার রাতে সাদী ফেসবুকে ভালোবাসার ইমোজি দিয়ে লেখেন, ‘অন্য কোনও মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। এখন পরী শুধু আমার।’

সাদীর এই পোস্টে আবার মন্তব্যও করেন ঢালিউড অভিনেত্রী। দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি পুতুলের ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘ওহ!’ দুজনের এই আদুরে কথোপকথন দেখে নেটিজেনরা বলছেন, প্রেম দিবসের আগে নিজের মনের ইচ্ছা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক সাদী। জানিয়েছেন, তিনিই পরীমনির একমাত্র যোগ্য। এই বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন সাদী। পরীর সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে সোমবার দুপুরে তিনি জানান "ওরকম সিরিয়াস কিছু ভেবে দিইনি। কিন্তু সবাই যে এত সিরিয়াসলি এটা নেবে, ভাবতেও পারিনি। এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে ভাববো। সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে, এর বেশি আর কিছু নয়।"

পরীমণির জীবনে একাধিকবার প্রেম এসেছে। ২০২১ সালের অক্টোবর মাসে সবাইকে চমকে দিয়ে অভিনেতা শরিফুল রাজকে সঙ্গে বিয়ে করেন পরীমণি। সেই সময় অন্তঃসত্ত্বাও ছিলেন অভিনেত্রী। নানা সময়ে রাজের সঙ্গে ছবি শেয়ার করে প্রেম উজাড় করতে দেখা গিয়েছিল তাঁকে। ২০২২ সালের আগস্ট মাসে পুত্র সন্তানের মাও হন তিনি। ভালোই চলছিল সংসার। তবে ফের পরীমণির জীবনে ঝড় ওঠে। আর ফের ভাঙে অভিনেত্রীর ঘর। রাজকে ডির্ভোসের নোটিস পাঠান পরীমণি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • খোলা পাতার মতোই পরীমণি জীবন। এবার ফের একবার অভিনেত্রীর প্রেমের গুঞ্জন।
  • অতীত ভুলে ভরা বসন্তে কি আবারও কাউকে মন দিয়ে বসলেন তিনি?
  • শোনা যাচ্ছে, বাংলাদেশের এক জনপ্রিয় গায়ক নাকি প্রেমে হাবুডুবু খাচ্ছেন পরীর।
Advertisement