shono
Advertisement

Breaking News

করোনা আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য, রয়েছেন হোম আইসোলেশনে

কেমন আছেন অভিনেত্রী?
Posted: 01:21 PM Oct 28, 2020Updated: 04:09 PM Oct 28, 2020

সুপর্ণা মজুমদার: ফের বাংলা টেলিভিশনে করোনার (CoronaVirus) থাবা। এবার কোভিড (COVID-19) পজেটিভ অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)। অভিনেত্রী-সহ তাঁর পরিবারের আরও চারজন সদস্য করোনায় আক্রান্ত বলেই জানান।

Advertisement

মোট ১২ জন সদস্য রয়েছে অপরাজিতা আঢ্যর পরিবারে। যার মধ্যে ২ জন বাইরে ছিলেন। সংবাদ প্রতিদিন ডিজিটালকে ফোনে অপরাজিতা আঢ্য জানান, কিছুদিন আগে তাঁর শাশুড়ির জ্বর এসেছিল। তারপরই চিকিৎসক পরিবারের সকলের করোনা পরীক্ষা করার পরামর্শ দেন। ২১ তারিখ পরীক্ষার ফল আসে। যাতে দেখা যায় ৪ জনের রিপোর্ট পজিটিভ। অভিনেত্রী ছাড়াও করোনায় আক্রান্ত তাঁর শাশুড়ি, কাকাশ্বশুর এবং ননদ। শাশুড়ি প্রথম দিকে হালকা জ্বর এসেছিল। তারপর আর তেমন কোনও সমস্যা নেই। বাড়ির বাকি আক্রান্ত সদস্যদের কোনও উপসর্গ নেই। তবে প্রত্যেই ডাক্তারের পরামর্শ মেনে হোম আইসোলেশনে রয়েছেন এবং প্রয়োজনীয় ডায়েট এবং ওষুধ খাচ্ছেন।

[আরও পড়ুন: দীপিকার ম্যানেজারের বাড়ি থেকে উদ্ধার মাদক, NCB’র সমন জারির পরই নিখোঁজ করিশ্মা!]

উল্লেখ্য, স্টার জলসার ‘হাসিওয়ালা কোম্পানি’র শুটিং করছিলেন অপরাজিতা আঢ্য। রিয়ালিটি শোয়ে রয়েছেন যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta), অঙ্কুশ হাজরা (Ankush Hazra)  এবং রজতাভ দত্ত (Rajatava Dutta)। পাশাপাশি আরও কিছু প্রজেক্টের কাজ চলছিল।  সুরক্ষা বিধি মেনেই হয়েছে সমস্ত শুটিং। কীভাবে সংক্রমণ ছড়ালো সেই সম্পর্কে কোনও ধারণা নেই অভিনেত্রীর। তবে সমস্ত সতর্কতা মেনে চলছেন। আর বিশ্বাস বজায় রাখছেন।

এর আগে জি বাংলার রিয়ালিটি শো ‘সারেগামাপা’র চার বিচারক শ্রীকান্ত আচার্য (Srikanto Acharya), মনোময় ভট্টাচার্য (Manomay Bhattacharyya), মিকা সিং (Mika Singh) এবং আকৃতি কক্করের (Akriti Kakar) করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছিল। আরও দুই বিচারক ইমন চক্রবর্তী (Iman Chakraborty) এবং রাঘব চট্টোপাধ্যায়েরও (Raghab Chatterjee) হালকা জ্বর থাকার কথা শোনা গিয়েছিল। প্রত্যেকেই ভাল আছেন বলে খবর। সুস্থ রয়েছেন শোয়ের সঞ্চালক আবির চট্টোপাধ্যায়ও (Abir Chatterjee)।

[আরও পড়ুন: ‘মন্নত’ বিক্রি করছেন নাকি? অনুরাগীর প্রশ্নের মোক্ষম জবাব দিলেন শাহরুখ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement