কে বলবে বয়স ৫৫? Dabboo Ratnani’র ক্যালেন্ডারে চমকে দিলেন Shah Rukh Khan

11:55 AM Aug 03, 2021 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের ‘বাজিগর’ তিনি। হারের পরও জেতার অভ্যাস তাঁর আছে। কিছু দিনের বিরতি নিয়েছেন বটে, তাতে কী? ক্যামেরার সামনে এলেই বাদশাহী মেজাজ টের পাওয়া যায়। এক্কেবারে ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে তারকা ফটোগ্রাফার ডাব্বু রত্নানির (Dabboo Ratnani) স্টিল ক্যামেরার সামনে ধরা দিয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। তাতেই নেটদুনিয়ায় আগুন ঝরিয়েছেন বলিউড ‘বাদশা’।

Advertisement

সাদা-কালোর আবহে ছবিটি তুলেছেন ডাব্বু রত্নানি। শার্টলেস হয়েই তাঁর ক্যামেরার সামনে পোজ দিয়েছেন বলিউড বাদশা। মেদহীন শরীরে নিখুঁত ভাজ স্পষ্ট। মাথার চুল ঢেউ খেলিয়ে ঘাড় পর্যন্ত নেমে এসেছে। গালের দাঁড়ি পারফেক্টভাবে ট্রিম করা। তীক্ষ্ণ চাহনিতে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন শাহরুখ। কিং খানের এই লুকে মুগ্ধ অনুরাগীরা। ছবি দেখে কে বলবে তিন সন্তানের বাবা শাহরুখ? বয়স তাঁর ৫৫ পেরিয়েছে, একথা অতি বড় সমালোচকও হয়তো বিশ্বাস করবেন না। প্রতিক্রিয়া দিতে গিয়ে অনেকেই আগুনের ইমোজি ব্যবহার করেছেন। ফটোগ্রাফার ডাব্বু রত্নানি ক্যাপশনে, ‘কিং খান’কে সীমাহীন সাহসী, অদম্য মনোবলের অধিকারী এবং ক্যারিশম্যাটিক হিসেবে ব্যাখ্যা করেছেন।

Advertising
Advertising

[আরও পড়ুন: ঘাঘরা-চোলিতে লাস্যময়ী Mir! আবিরের পাশে দাঁড়িয়ে জোর টক্কর দিলেন Paayel Sarkar’কে]

২০১৮ সালে ‘জিরো’র ব্যর্থতার পর সিনেমা জগত থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন শাহরুখ। শোনা গিয়েছিল, ছবি নিয়ে প্রচুর প্রতাশ্যা ছিল কিং খানের। বক্স অফিসের ব্যর্থতায় মুষড়ে পড়েছিলেন তিনি। শাহরুখের বিরতির খবরে বেজায় আশাহত হয়েছিলেন সিনে অনুরাগীরা। অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর কামব্যাকের দাবি তুলছিলেন। সেই আশা পূরণ হয় ‘পাঠান’ (Pathan) ছবির শুটিং শুরুর খবরে। শোনা গিয়েছে, ছবিতে RAW এজেন্টের চরিত্রে দেখা যাবে শাহরুখকে। আর বন্ধুর ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন সলমন খান (Salman Khan)। সূত্রের খবর মানলে, বুর্জ খালিফার মাথায় ‘পাঠান’-এর ক্ল্যাইম্যাক্সের শুটিং হবে। সেখানেই সলমন খানের এন্ট্রি হবে। আর ‘পাঠান’ ছবি যেখানে শেষ হবে, সেখান থেকেই সলমনের ‘টাইগার’ সিরিজের তৃতীয় ছবির কাহিনি শুরু হবে।

[আরও পড়ুন: ‘কিছুতেই যেন মন ভরে না’, ছেলের মিষ্টি ছবি পোস্ট করে লিখলেন Shreya Ghoshal]

Advertisement
Next