Bell Bottom Trailer: ঢিলে ঢালা প্যান্ট, চোখে সানগ্লাস, স্পাই থ্রিলারে চমক Akshay Kumar-এর

07:38 PM Aug 03, 2021 |
Advertisement

This browser does not support the video element.

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল অক্ষয় কুমারের নতুন ছবি বেট বটম-এর (Bell Bottom Trailer) ট্রেলার। ঢিলে ঢালা প্যান্ট, চোখে কাল রোদ চশমা। নিজের স্টাইলেই ট্রেলারে চমক নিয়ে এলেন বলিউডের আক্কি!

Advertisement

গত বছরই মুক্তি পাওয়ার কথা ছিল অক্ষয়ের এই ছবি। তবে করোনা কালে বারবার পিছতে থাকে বেল বটমের রিলিজ। পরিচালক রঞ্জিৎ এম তিওয়ারি (Ranjit M Tewari) এবং ছবির গোটা টিম একেবারেই চাইছিলেন না, এই ছবিকে ওটিটিতে রিলিজ করতে। রীতিমতো ধৈর্য ধরেই বসে ছিলেন তাঁরা। শেষমেশ সবুরের ফল মিঠে হল। আগামী ১৯ আগস্ট সিনেমা হলেই মুক্তি পাচ্ছে এই ছবি।

[আরও পড়ুন: ব্রিটিশ ক্রাইম ড্রামা ‘Guilt’-এর হিন্দি রিমেকে বলিউড অভিনেতা জয়দীপ ও আয়ুব, পরিচালনায় শাদ আলি]

২০১৯-এও অক্ষয়ের পাঁচটি ছবি মুক্তি পেয়েছে। করোনা (CoronaVirus) কালে কাজ একটু থমকে ছিল। তবে বলিউডের খিলাড়ি বাড়িতে বসে থাকার পাত্র নন। লকডাউনের মধ্যে তিনিই প্রথম সুরক্ষাবিধি মেনে বিজ্ঞাপনের শুটিং করেছিলেন। আবার তিনিই প্রথম করোনা পরিস্থিতিতে (COVID-19) বিদেশে শুটিং করতে যান। সেপ্টেম্বরের ৩০ তারিখ স্কটল্যান্ডে ‘বেল বটম’-এর শুটিং শেষ করেন অক্ষয়। সঙ্গে ছিলেন বাণী কাপুর (Vaani Kapoor) ও হুমা কুরেশি (Huma Qureshi)।

Advertising
Advertising

ট্রেলারে রেট্রো মেজাজে দেখা যাচ্ছে অক্ষয়কে। অ্যাকশনের ভরপুর আভাসও রয়েছে। আটের দশকের সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি করেছেন পরিচালক রঞ্জিৎ এম তিওয়ারি। ২০১৯ সালে ছবি তৈরির কথা ঘোষণা করেছিলেন। যশরাজ ফিল্মসের ব্যানারের বাইরে এটিই বাণী কাপুরের প্রথম সিনেমা। হুমা এর আগেই অক্ষয় সঙ্গে ‘জলি এল এল বি ২’ ছবিতে অভিনয় করেছেন। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লারা দত্ত (Lara Dutta)। ‘বেল বটম’ ছাড়াও অক্ষয়ের আগামীর তালিকায় রয়েছেন ‘পৃথ্বীরাজ’ (Prithviraj) এবং ‘সূর্যবংশী’ (Sooryavanshi)।  ‘সূর্যবংশী’র প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে পরিচালক রোহিত শেট্টির। 

[আরও পড়ুন: ‘লোকে সত্যিটাই বলে’, ফের Srabanti-কে খোঁচা রোশন সিংয়ের]

This browser does not support the video element.

Advertisement
Next