Satish Kaushik: একদিন আগেই মেতেছিলেন হোলি সেলিব্রেশনে, সতীশ কৌশিকের প্রয়াণ মানতে পারছে না বলিউড

11:20 AM Mar 09, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একগাল হাসি। চোখে রোদচশমা। গালে আবির। দোলের দিন ঠিক এভাবেই জাভেদ আখতার এবং তাঁর স্ত্রী শাবনা আজমির মুম্বইয়ের বাড়ির হোলি পার্টিতে যোগ দিয়েছিলেন পরিচালক-অভিনেতা সতীশ কৌশিক (Satish Kaushik)।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সকলকে শুভেচ্ছাও জানিয়েছিলেন। কিন্তু একদিনের ব্যবধানেই সব কিছু ওলটপালট। বৃহস্পতিবার কাকভোরে সামনে এল পরিচালক-অভিনেতার মৃত্যু সংবাদ। আকস্মিক ইন্দ্রপতনে শোকস্তব্ধ বলিউড।

দুঃসংবাদটি প্রথম জানান অভিনেতা অনুপম খের। ‘প্রিয় বন্ধু’কে হারালেন বলেই টুইটে উল্লেখ করেন।

[আরও পড়ুন: ‘বাঘা যতীন’-এর শুটিং করতে গিয়ে আহত দেব, ব্যান্ডেজ বাঁধা চোখে পোস্ট করলেন ছবি]

সতীশ কৌশিকের মৃত্যু মানতে পারছেন না অভিনেতা রীতেশ দেশমুখ। নীরবে সতীশ অনেক কিছু শিখিয়েছেন বলেই টুইটে উল্লেখ করেন তিনি।

মৃত্যুসংবাদ শুনে কার্যত স্তম্ভিত অভিনেতা অভিষেক বচ্চন। তাঁর আত্মার শান্তিকামনা করেছেন অমিতাভপুত্র।

বিশিষ্ট পরিচালক মধুর ভাণ্ডারকরের প্রতিক্রিয়াও প্রায় একইরকম। একজন স্বতঃস্ফূত মানুষের মৃত্যুসংবাদে কার্যত ভেঙে পড়েছেন তিনি।

শুধু বিনোদন জগতের তারকারাই নন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও টুইটে দুঃখপ্রকাশ করেন।

উল্লেখ্য, সতীশ কৌশিককে শুধুমাত্র পরিচালক বা অভিনেতা বলা বোধহয় ঠিক নয়। কৌতুকাভিনেতার পাশাপাশি খলনায়ক হিসাবে সকলের মন চুরি করেছিলেন তিনি। এমন অভিনেতা, পরিচালক, প্রযোজকের মৃত্যু যে বি টাউনের অপূরণীয় ক্ষতি, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। 

[আরও পড়ুন: অমানবিক! ১ হাজার কুকুরকে দিনের পর দিন অভুক্ত রেখে হত্যা, গ্রেপ্তার প্রৌঢ়]

Advertisement
Next