shono
Advertisement

Breaking News

মোহরের সঙ্গে দুর্নিবারের নতুন সংসার, প্রাক্তন স্বামীর বিয়ে নিয়ে পোস্ট প্রথম স্ত্রী মীনাক্ষীর

দুর্নিবারকে ইঙ্গিত করে কী লিখলেন মীনাক্ষী?
Posted: 06:53 PM Mar 23, 2023Updated: 06:54 PM Mar 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু-সপ্তাহ আগে দ্বিতীয়বার বিয়ে করেছেন সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা। পাত্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারি মোহর সেন। সেই বিয়ে নিয়ে সোশ্য়াল মিডিয়ায় তুমুল বিতর্ক। দ্বিতীয়বার বিয়ে করায় কটাক্ষের শিকার হয়েছেন দুর্নিবারও। তবে এই বিয়ে নিয়ে তেমন কোনও মন্তব্য করতে দেখা যায়নি, দুর্নিবারের প্রথমপক্ষের স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্য়ায়কে। দুর্নিবারের দ্বিতীয় বিয়ের পর এই প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মীনাক্ষী। নেটিজেনদের কথায়, এই পোস্ট একেবারেই দুর্নিবারকে ইঙ্গিত করে! 

Advertisement

তা কী লিখলেন মীনাক্ষী?

মীনাক্ষী তাঁর পোস্টে ইংরেজিতে যেটা লিখেছেন, বাংলায় তার অর্থ ‘একটু বেশিটা পথ হাঁটতে হবে, সেই পথে ভিড় থাকবে না।’

[আরও পড়ুন: সোনু নিগমের বাবার ফ্ল্যাট থেকে উধাও নগদ ৭২ লক্ষ টাকা, গ্রেপ্তার প্রাক্তন গাড়িচালক ]

২০২১ সালে মীনাক্ষী মুখোপাধ্যায়কে বিয়ে করে ছিলেন দুর্নিবার। বেশ ধুমধাম করেই বিয়ে হয়েছিল তাঁদের। বছর ঘুরতে না ঘুরতে সম্পর্কে ভাঙন। ২০২২ সালে প্রসেনজিতের সহকারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুর্নিবার। দুর্নিবার দাবি করেছিলেন, তিনি পরকীয়া করেননি। ২০২১ সালের ডিসেম্বরে শহরের একটি রেস্তরাঁয় মোহরের সঙ্গে প্রথম দেখা। তারপর কাজের সূত্রে বন্ধুত্ব ও প্রেম। অন্য দিকে মীনাক্ষীর সঙ্গে দুর্নিবারের সম্পর্ক গড়ায় বিচ্ছেদের দিকে। তারপরই সোশ্যাল মিডিয়ায় মোহরের সঙ্গে সম্পর্কের কথা জানান দুর্নিবার। আর এবার একেবারে অগ্নিসাক্ষী করে বিয়ে সারলেন মোহর ও দুর্নিবার।

[আরও পড়ুন: বয়কট গ্যাংকে ভয়! ‘ভিড়’ ছবির ট্রেলার থেকে মোদির ভাষণ বাদ দিলেন পরিচালক অনুভব ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement