তৃতীয় সন্তানের বাবা হলেন গায়ক আতিফ আসলাম, শেয়ার করলেন সদ্যজাতর ছবি

10:02 PM Mar 23, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাবা হলেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। আতিফ ও তাঁর স্ত্রী সারার কোল জুড়ে এল ফুটফুটে কন্যা সন্তান। ইতিমধ্য়েই মেয়ের নাম রেখে ফেলেছেন আতিফ। গায়ক জানালেন, হালিমা  বলেই ছোট্ট মেয়েকে ডাকবে সবাই। দুই ছেলের পর এবার মেয়ে হওয়ায় বেশ খুশি আতিফ ও তাঁর পরিবার।

Advertisement

বৃহস্পতিবার সদ্যজাত মেয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন আতিফ। আতিফ লিখলেন, ”আমার হৃদয়ের নতুন রানি এসে গিয়েছে। মেয়ে এবং সারা, দু’জনেই সুস্থ আছে। দয়া করে আমাদের জন্য প্রার্থনা করবেন সবাই।”

Advertising
Advertising

[আরও পড়ুন: মোহরের সঙ্গে দুর্নিবারের নতুন সংসার, প্রাক্তন স্বামীর বিয়ে নিয়ে পোস্ট প্রথম স্ত্রী মীনাক্ষীর]

২০১৩ সালে সারার সঙ্গে বিয়ে হয় আতিফের। বিয়ের পরের বছরই আতিফের প্রথম সন্তান আবদুলের জন্ম। ২০১৯ সালে সারার কোল জুড়ে আসে আতিফের ছোট ছেলে আরিয়ান। আর এবার কন্যা সন্তান।

[আরও পড়ুন: বুক থেকে খুলে নিয়ে সোজা মুখে! উরফির নতুন বিকিনি দেখে তাজ্জব নেটিজেন]

Advertisement
Next