প্রেম নয়, সোজা বিয়ের পিঁড়িতে! পাত্র কে? উরফির নতুন পোস্টে রহস্য

01:35 PM Mar 25, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের চমক দিলেন সোশ্য়াল মিডিয়ার সেনসেশন উরফি জাভেদ। তবে এবার পোশাকে নয়। বরং ইনস্টাগ্রামে শেয়ার করলেন নতুন সম্পর্কের  খবর। সঙ্গে ইঙ্গিত দিলেন বিয়ের!

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি উরফি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন যেখানে ইংরেজিতে লেখা, সে আমাকে হ্যাঁ বলেছে! উরফির এই পোস্ট দেখা মাত্রই হইচই। লোকে বলছে, উরফি এই পোস্টের মধ্য়ে দিয়ে নতুন প্রেমিকের কথা বলেছেন। তবে এর থেকে বেশি কিছু আর স্পষ্ট করতে চাননি উরফি।

আজব ফ্যাশনের জন্য প্রায় রোজই খবরে আসেন উরফি (Urfi Javed)। বিতর্কেও জড়ান। তবে এবার অনুরাগীদের প্রেমের খবর দিয়ে নতুন রহস্যের জন্ম দিলেন তিনি।

Advertising
Advertising

[আরও পড়ুন: রণবীরের হাত ধরতে নারাজ দীপিকা! সম্পর্কে চিড়? ভাইরাল ভিডিও ঘিরে উঠছে প্রশ্ন ]

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।

[আরও পড়ুন: ‘পাপ্পুকে ওরা ভয় পেয়েছে!’ রাহুলের সাজা ঘোষণায় মোদি সরকারকে খোঁচা স্বরার ]

 

Advertisement
Next