সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুনিয়া জুড়ে ‘পাঠান’ রাজত্ব। বক্স অফিসের নিরিখে দেশে সবচেয়ে সফল ছবি শাহরুখের পাঠান। বহু বছর বাদে এমন একটা ব্লকবাস্টার দিয়ে দারুণ খুশি শাহরুখ। আর তাই তো এবার নিজেকে দিলেন উপহার! কী? ১০ কোটির রোলস রয়েস!
Advertisement
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, একটি সাদা রঙের রোলস রয়েস গাড়ি শাহরুখের বাড়ি মন্নতে প্রবেশ করছে। সূত্র বলছে,সম্প্রতি এই রোলস রয়েসটি কিনেছেন শাহরুখ। বেশ কিছুদিন টেস্ট ড্রাইভের পরই এই গাড়িটি বেছেছেন তিনি। তথ্য বলছে, এই মুহূর্তে ভারতীয় বাজারে সবচেয়ে দামী রোলস রয়েস এটি।
[আরও পড়ুন: বিদেশি ওয়েব সিরিজে মাধুরীকে ‘বেশ্যা’ বলে অসম্মান! আইনি নোটিস পেল নেটফ্লিক্স ]
ইতিমধ্য়েই শাহরুখের বাড়িতে রয়েছে বিএম ডাব্লু, মার্সেটিজের দামী মডেল। আর এবার মন্নত আলো করে এল সাদা রঙের রোলস রয়েস। যার নাম্বার প্লেটে, শাহরুখের লাকি নম্বর ৫।
[আরও পড়ুন: ‘অস্কার না পেলেও,অল দ্যাট ব্রিদসই সেরা তথ্যচিত্র’, বাঙালি পরিচালকের প্রশংসায় হনসল]
Loading videos...