আর লুকোছাপা নয়, পরিণীতি-রাঘবের প্রেমে সিলমোহর আপ সাংসদের, কী লিখলেন টুইটারে?

06:43 PM Mar 28, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর লুকোছাপা নয়। রাঘব-পরিণীতির প্রেমের খবরে একপ্রকার সিলমোহর দিয়ে দিলেন রাজ্যসভার আপ সাংসদ সঞ্জীব অরোরা (MP Sanjeev Arora)। টুইট করে নিজের দলের তরুণ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) ও তাঁর প্রেমিকা পরিণীতি চোপড়াকে (Parineeti Chopra) শুভেচ্ছা জানান তিনি।

Advertisement

পরিণীতি-রাঘবের সম্পর্ক নিয়ে গুঞ্জন-ফিসফাস শুরু হয় রেস্তরাঁ কাণ্ড থেকে। মুম্বইয়ের এক অভিজাত রেস্তরাঁয় প্রথমে দু’জনকে একসঙ্গে ডিনার করতে দেখা যায়। তারপরই আবার আরেক রেস্তরায় লাঞ্চের জন্য যান দু’জন। এতেই প্রেমের জল্পনা জোরালো হয়। সংসদে এ বিষয়ে প্রশ্ন করা হলে মিষ্টি হাসি হেসে রাঘব বলেছিলেন, “রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়।” বিয়ে করলে সেখবর জানিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন রাজনীতিবিদ।

[আরও পড়ুন: বক্ষবিভাজিকায় লক্ষ্মী লকেট! তাপসীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের BJP নেত্রীর ছেলের]

তবে রাঘবের জানানোর আগে সঞ্জীব অরোরাই তাঁর ও পরিণীতির প্রেমের জল্পনায় সিলমোহর দিয়ে টুইটারে লিখলেন, “রাঘব আর পরিণীতিকে অন্তর থেকে শুভেচ্ছা। তাঁদের এই মিলন যেন প্রেম, আনন্দ আর সাহচর্যের প্রাচুর্যে ভরে ওঠে।”

অবশ্য, রাজনৈতিক নেতা এবং বলিউড নায়িকার এই প্রেম সম্ভবত খুব নতুন নয়। দু’জনে একসঙ্গে পড়াশোনা করতেন লন্ডন স্কুল অফ ইকনমিক্সে (London School of Economis)। সেখানকার বন্ধু-সহপাঠীদের কথা অনুযায়ী, সেই সময় থেকেই একে অপরকে পছন্দ করতেন। কিছু কিছু ক্ষেত্রে দু’জনের মিল তাঁদের পরস্পরকে কাছে টেনেছিল। দু’জনেই বিশ্বের বিভিন্ন অচেনা-অখ্যাত জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন। তাঁদের মধ্যে সেসব নিয়ে বিস্তর কথাবার্তা হত। যদিও প্রথমে পরিণীতি তাঁদের সম্পর্কের কথা স্বীকার করতে চাননি। বারবার বলতেন, তাঁরা শুধু ভাল বন্ধু, অন্য কিছু নয়। আর সেই বন্ধুত্বই সম্পর্কে পরিণত হল। এখন শুধু চার হাত এক হওয়ার অপেক্ষা।

[আরও পড়ুন: ফের একান্তে মালদ্বীপে দেব-রুক্মিণী, সমুদ্রের ধারে রোম্যান্সে মাতলেন টলিউডের এই মিষ্টি জুটি ]

Advertisement
Next