shono
Advertisement

প্রকাশ্যে ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’সিরিজের মোশন পোস্টার, কবে আসছে সৃজিতের ফেলুদা?

'আড্ডা টাইমস' ওটিটিতে দেখা যাবে এই সিরিজ।
Posted: 12:09 PM Apr 01, 2023Updated: 12:14 PM Apr 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেলুদা আসছে। না, বড়পর্দায় নয়। ফেলুদা আসছে ওটিটিতে। এ খবর নতুন নয়। পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়ের হাত ধরে ফেলুদার যত কাণ্ড কাঠমাণ্ডুতে যে ওটিটি আসছে তা জানাই ছিল। এবার প্রকাশ্য়ে সেই সিরিজের মোশন পোস্টার। জনপ্রিয় ওটিটি প্ল্য়াটফর্ম আড্ডাটাইমসে মুক্তি পাবে এই সিরিজ। ১৪ এপ্রিল মুক্তি পাবে এই সিরিজ।

Advertisement

[আরও পড়ুন: আর পরবেন না আজব পোশাক, এপ্রিল মাসের শুরুতেই বড় সিদ্ধান্ত উরফির!]

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসেই মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ‘ফেলুদা ফেরত’ সিরিজের ‘ছিন্নমস্তার অভিশাপ’। ওয়েব দুনিয়ার প্রথমবার ফেলুদা অর্থাৎ প্রদোষচন্দ্র মিত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন টোটা। তোপসের চরিত্রে অভিনয় করেছেন কল্পন মিত্র (Kalpan Mitra)। আর জটায়ু হয়েছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti)।

পরিচালকের পাশাপাশি তিন অভিনেতাই প্রশংসিত হয়েছিলেন আগের পর্বগুলিতে। এবার কাঠমাণ্ডু সফরের প্রতীক্ষায় দর্শকরা। গত বছরের নভেম্বর মাসেই ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ পর্বের একটি ট্রেলার প্রকাশ্যে এসেছিল। তাতে ভরত কউল এবং খরাজ মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে। মগনলাল মেঘরাজের চরিত্রে অভিনয় করেছেন খরাজ।

[আরও পড়ুন: লাগাতার আক্রমণ কঙ্গনা, তোপের মুখে পালটা দিলেন করণ জোহর! ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement