সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয়কে এবার টা টা বাই বাই করতে চলেছেন শশুরাল সিমর কা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা (Deepika Kakkar) স্পষ্টই জানিয়েছেন, তিনি আর অভিনয় করবেন না। বরং এখন মন দিয়ে সংসার করবেন।
Advertisement
সোশ্য়াল মিডিয়ায় সম্প্রতি মা হওয়ার খবর শেয়ার করেছেন দীপিকা। স্বামী অভিনেতা সোহেব ইব্রাহিমের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি দিয়ে সংসারের নতুন
সদস্য আসার খবর শেয়ার করেন অভিনেত্রী। সেই পোস্টে দীপিকা স্পষ্টই লেখেন, মা হওয়ার মুহূর্তটা পুরোদমে উপভোগ করতে চান দীপিকা।
[আরও পড়ুন: নগ্ন শরীরে সোফায় শুয়ে প্রেমিক অর্জুন! ব্যক্তিগত ছবি ফাঁস মালাইকার, তোলপাড় নেটদুনিয়া ]
২০১৮ সালে শোয়েব ইব্রাহিমের সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন অভিনেত্রী দীপিকা কক্কর। বিয়ের পর দীপিকা ইসলাম ধর্মও গ্রহণ করেন। নাম হয় ফয়জা। তা নিয়ে বিতর্কও শুরু হয়। আর এবার সেই শোয়েবের সংসারের জন্য়ই অভিনয় ছাড়ছেন দীপিকা।
[আরও পড়ুন: ২১ বছরের বড় নেতাকে বিয়ে, কীভাবে প্রেমে পড়লেন? জানালেন অভিনেত্রী]
Loading videos...