পোশাক নকল! টয়লেটে ঢুকে রাখির সঙ্গে তুমুল ঝগড়া সারা আলি খানের, দেখুন ভিডিও

09:12 AM May 30, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারে আইফাতে যা যা ঘটছে তা দেখে হতবাক গোটা বলিউড। একে তো সলমনের নিরাপত্তারক্ষীরা ভিকি ধাক্কা দিয়ে বিতর্ক শুরু করেছেন। আর এবার সারা আলি খান ও রাখি সাওয়ান্ত। হ্য়াঁ, আইফাতে গিয়ে রীতিমতো ঝগড়ায় মাতলেন সারা ও রাখি। তাও আবার পোশাক নকল করার কারণে।

Advertisement

কাণ্ডটা হল, একই সময়ে টয়লেটে ঢুকেছিলেন রাখি ও সারা। সারাকে লাল পোশাকে দেখে একেবারে চমকে উঠেছিলেন সইফকন্যা। দুজনের গায়েই প্রায় একইরকমের পোশাক। ব্যস, একে তো পোশাক লাল, তারপর রেগে লাল দুই অভিনেত্রী। টয়লেটের মধ্য়েই শুরু করে দিলেন ঝগড়া। রাখিকে তো সোজা সারা বলেই ফেললেন, তোমার পাপ হবে! রাখিও কম যান না। তবে অবশেষে ভালবেসে সব মিটমাট। এমনকী, সারা আলি খানের আসন্ন ছবি জারা হটকে জারা বচকের গানেও সারার সঙ্গে নেচে উঠলেন রাখি। সেই ভিডিও সারাই শেয়ার করেছেন নিজের সোশ্য়াল মিডিয়ায়।

[আরও পড়ুন: ‘বড় ফাঁদ! ভোট পেতে মুসলিম বিদ্বেষকে কাজে লাগাচ্ছে BJP’, বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ]

প্রসঙ্গত, আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শনিবার রাতে জমে উঠেছিল নাচে-গানে। উপস্থিত ছিলেন ভিকি কৌশলের ‘জরা হাটকে জরা বাঁচকে’ সিনেমার নায়িকা সারা আলি খানও। সেখানে ভিকি-সারার সঙ্গে দেখা যায় রাখি সাওয়ান্তকেও। মঞ্চে তখন চলছে অভিনেতার স্ত্রী ক্যাটরিনা কাইফের সুপারহিট গান- ‘শিলা কি জওয়ানি’। সেই গানেই তিন তারকা একসঙ্গে পা মেলাতে গিয়েছিলেন। এরপরই ঘটে বিপত্তি!

Advertising
Advertising

আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শনিবার রাতে জমে উঠেছিল নাচে-গানে। উপস্থিত ছিলেন ভিকি কৌশলের ‘জরা হাটকে জরা বাঁচকে’ সিনেমার নায়িকা সারা আলি খানও। সেখানে ভিকি-সারার সঙ্গে দেখা যায় রাখি সাওয়ান্তকেও। মঞ্চে তখন চলছে অভিনেতার স্ত্রী ক্যাটরিনা কাইফের সুপারহিট গান- ‘শিলা কি জওয়ানি’। সেই গানেই তিন তারকা একসঙ্গে পা মেলাতে গিয়েছিলেন। এরপরই ঘটে বিপত্তি!

[আরও পড়ুন: ‘নয়া সংসদ ভবন এরকম দেখতে…!’, মোদিকে খোঁচা প্রাক্তন কংগ্রেস সাংসদ অমিতাভের?]

Advertisement
Next