সুখবর! ফের বাবা হতে চলেছেন জিৎ, স্ত্রীর বেবিবাম্পের ছবি শেয়ার করে ঘোষণা তারকার

03:02 PM Sep 27, 2023 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগেই টলিপাড়ায় একের পর এক সুখবর। কিছুদিন আগেই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার অভিনেতা জিৎ (Actor Jeet) দিলেন দ্বিতীয় সন্তানের আসার বার্তা। ফের বাবা হতে চলেছেন অভিনেত্রা। স্ত্রীর বেবিবাম্পের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে করলেন ঘোষণা।

Advertisement

২০১১ সালের ফেব্রুয়ারি মাসে স্কুল শিক্ষিকা মোহনা রতলানিকে বিয়ে করেন জিৎ। আদ্যোপান্ত ফ্যামিলি ম্যান টলিউডের এই সুপারস্টার। ২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ-মোহনার প্রথম সন্তানের জন্ম হয়। মেয়ের নাম নবন্যা রাখেন জিৎ। বুধবার আচমকাই স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন অভিনেতা। তাতেই অনুরাগী মহলে খুশির বন্যা। শুভেচ্ছায় ভরে গিয়েছে অভিনেতার কমেন্টবক্স।

[আরও পড়ুন: ছুটি শেষ! গদ্দার না দেশভক্ত? নিজেকে প্রমাণ করতে হাজির ‘টাইগার’ সলমন]

সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গেই এই খবর আপনাদের জানাচ্ছি যে আমাদের আরেক সন্তান খুব শিগগিরিই আসতে চলেছে। দয়া করে আমাদের জন্য প্রার্থনা করবেন।” যে ছবি জিৎ শেয়ার করেছেন, তাতে তিনি, মোহনা আর নবন্যা, সকলেই সবুজ রঙের পোশাক পরে রয়েছেন। আর ছবিতে মোহনার বেবিবাম্প সুস্পষ্ট।

বাংলা ইন্ডাস্ট্রিতে ২১টি বসন্ত পার করে ফেলেছেন জিৎ। গত দু-দশকের ফিল্মি কেরিয়ারে চড়াই-উতরাইয়ের সাক্ষী থেকেছেন। এখন কোনওরকম আপস না করেই জিৎ নিজের শর্তে সিনেমা রিলিজ করেন টলিউড তারকা। কিছুদিন আগেই নিজের নতুন ছবি ‘মানুষ’-এর ফার্স্টলুক শেয়ার করেছেন। শোনা গিয়েছে, ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা। আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে ‘মানুষ’। 

[আরও পড়ুন: বাংলার অ্যালবার্ট কাবোর গানে নাচলেন মাধুরী দীক্ষিত, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা]

 

Advertisement
Next