shono
Advertisement

Breaking News

‘এবার পুজোয় আর সিঁদুর খেলা হবে না!’ জীতুর থেকে আলাদা হয়ে আক্ষেপের সুর নবনীতার গলায়

আর কী বললেন নবনীতা?
Posted: 08:03 PM Sep 27, 2023Updated: 08:03 PM Sep 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েক মাস আগেই জীতু কমলের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ টেনেছেন। ফেসবুকে ফলাও করে জানিয়ে ছিলেন তাঁদের বিবাহ বিচ্ছেদের কথা। তার পর থেকেই মাঝে মধ্য়ে জীবন নিয়ে নানা পোস্ট দিতেন টেলি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী নবনীতা দাস। তবে এবার একটু হলেও, তাঁর গলায় আক্ষেপের সুর। পুজো আসছে… তবে এবার পুজোটা তাঁর কাছে অনেকটাই আলাদা। কারণ, নবনীতার পাশে এবার জীতু কমল নেই।

Advertisement

হ্যাঁ, সম্প্রতি এক সংবাদমাধ্য়মে সাক্ষাৎকার দিতে গিয়ে এমনই আক্ষেপের সুর ভেসে এল নবনীতার গলায়। তিনি স্পষ্টই জানালেন, ”এবারের পুজোটা আলাদা। প্রতি বছর সিঁদুর খেলতাম। একসঙ্গে অঞ্জলি দিতাম। এ বছর আর সে সব হবে না। এ বছর বিদেশে ঘুরতে চলে যাওয়ার পরিকল্পনা ছিল। অল্প ছুটি তাই সেটাও মনে হয় হবে না। দেখা যাক দেশের মধ্য়েই কোথাও ঘুরতে যাব।”

হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় জিতু কমলের সঙ্গে বিয়ে ভাঙলেন নবনীতা দাস। সংবাদ প্রতিদিনকে স্পষ্টই নবনীতা জানিয়ে ছিলেন, তিন মাস ধরে আলাদা রয়েছে তাঁরা। আর এই সিদ্ধান্ত একেবারেই ভাবনা চিন্তা করে নেওয়া। তারপর থেকেই নানা সময়ে সোশ্য়াল মিডিয়ায় নবনীতা যেমন নানা পোস্ট দিয়েছেন। তেমনি, এই সম্পর্ক ভাঙা নিয়ে মুখে কিছু না বললেও, ফেসবুক, ইনস্টাগ্রামে নানা ইঙ্গিতবাহী পোস্ট দিচ্ছেন। এই যেমন, সম্প্রতি জিতু তাঁর ফেসবুকে লিখেছিলেন, ভালোবাসা কি? যদি রূপ দেখে কাউকে ভালোবাসো-সেটা ভালোবাসা নয়- সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে ভালোবাসো- সেটা ভালোবাসা নয়-সেটা লোভ। সেটা লালসা,যদি কারো টাকা দেখে ভালোবাসো। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো তাহলে- সেটাই ভালোবাসা।।।” তবে জিতুর এই মেসেজ একেবারেই কপি করা, সেটাও জিতু জানিয়েছেন এই পোস্টে।

[আরও পড়ুন: ‘পিকচার অভি বাকি হ্যায়… দুর্ধর্ষ’! দোস্ত সলমনের ‘টাইগার ৩’ নিয়ে বড় কথা ‘জওয়ান’ শাহরুখের]

জিতু কমলের সঙ্গে ছবি পোস্ট করে নবনীতা লিখেছিলেন, ”টেবিলে আর দুটো করে প্লেট থাকবেনা… একজনের জন্য বানানো গ্রিন টি আর দুজনে মিলে ভাগ করে খাওয়া হবেনা…তোয়ালে শেয়ার হবেনা, সান স্ক্রিন ভাগাভাগি হবেনা….কিছুই আর একসাথে হবেনা… তবুও জানি এমতাবস্থায় আমাকে সব কিছু সামলানোর জন্য তুমি ইতিমধ্যেই প্রস্তুত করে দিয়েছো, গ্যাস বুকিং থেকে মেডিক্লেম সবটাই শিখিয়ে দিয়েছো..লেখার হাত আমার বরাবরই কাঁচা, এইটা তো তোমার কাজ ছিলো..তাও নিজে একটু চেষ্টা করলাম।

নবনীতা জানিয়ে ছিলেন, ‘এই বিষয়টাকে নিয়ে কীভাবে রিয়্যাক্ট করা উচিত আমি জানি না। বুঝতে পারছি না কী বলা উচিত। তিনমাস ধরেই আলাদা ছিলাম। অনেক ক্ষেত্রেই মতের মিল হচ্ছিল না। জিতুর সমস্যা হচ্ছিল কিনা জানি না। আমার হচ্ছিল। তাই এই সিদ্ধান্ত নিলাম।’

কয়েক মাস আগে জিতুর সঙ্গে লন্ডনও ঘুরে এসেছেন। সেই ছবি দেখেছে অনুরাগীরাও। তবে হঠাৎ এমন কী হল যার জন্য এমন সিদ্ধান্ত? নবনীতার কথায়, এই সিদ্ধান্তের আগে লন্ডন ট্রিপের সমস্ত প্ল্যান হয়ে গিয়েছিল। বাতিল করিনি ট্রিপটা। আমার প্রথম বিদেশ ট্রিপ ছিল। ২০১৯ সালের ৬ই মে সাত পাকে বাঁধা পড়েছিলেন জিতু-নবনীতা। স্বামী জীতু কমলের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন নায়িকা। এখনও যদিও বিচ্ছেদের শংসাপত্র আসেনি।

[আরও পড়ুন: ‘টাইগার ৩’র সঙ্গে ‘জওয়ান’ কানেকশন! ছবি হিট করাতেই শাহরুখের ফর্মুলা নিলেন সলমন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement