সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত হ্য়ারি পটার ছবির জনপ্রিয় চরিত্র ডাম্বলডোর অভিনেতা মাইকেল গ্য়াম্বন। বয়স হয়েছিল ৮২।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ২৮ সেপ্টেম্বর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। বেশ কিছুদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। মৃত্য়ুর সময় তাঁর পাশেই দাঁড়িয়ে ছিলেন স্ত্রী অ্যানা ও পুত্র ফারগুস। অভিনেতার মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে জানায় অভিনেতার পুত্রই।
জে কে রাউলিংয়ের উপন্যাস অবলম্বনে ‘হ্যারি পটার’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি আইটিভি সিরিজ মাইগ্রেটে ফরাসি গোয়েন্দা জুলেস মাইগ্রেটের ভূমিকায়ও অভিনয় করেছিলেন গ্যাম্বন। তিনি বিবিসিতে ডেনিস পটারের ‘দ্য সিঙ্গিং ডিটেকটিভ’-এ ফিলিপ মার্লো চরিত্রের জন্যও পরিচিত।
[আরও পড়ুন: নবী দিবসে পার্কস্ট্রিটের অনাথ আশ্রমে নুসরত, বাচ্চাদের বিরিয়ানি বেড়ে খাওয়ালেন সাংসদ]
স্যার মাইকেল ২০০৩ সালে রিচার্ড হ্যারিসের মৃত্যুর পর জে কে রাউলিংয়ের উপন্যাস অবলম্বনে হিট ‘হ্যারি পটার’ সিরিজে ডাম্বলডোরের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন গ্য়াম্বন। ২০১০ সালে জেন অস্টেনের এমার মিস্টার উডহাউসের ভূমিকায় এবং ২০০২ সালে পাথ টু ওয়ার-এ প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন চরিত্রে অভিনয় করার জন্য তিনি এমি পুরস্কারের জন্যও মনোনীত হন। এছাড়াও তিনি ডেভিড হেয়ারের নাটক স্কাইলাইটের একটি চরিত্রের জন্য ১৯৯৭ সালে টনি মনোনয়ন পেয়েছিলেন।
[আরও পড়ুন: ‘ফ্যাশন ফিভার’! ‘বিগ বস’-এর ঘরে থাকার জন্য ২০০ সেট জামা কিনে ফেললেন অঙ্কিতা-ভিকি]
