shono
Advertisement

‘আমেরিকায় বাঙালি শিল্পী খুনের কিনারা করুন প্লিজ’, বঙ্গসফরের মাঝে মোদিকে আর্জি দেবলীনার

প্রধানমন্ত্রীর কাছে কী আর্জি অভিনেত্রীর?
Posted: 12:42 PM Mar 02, 2024Updated: 01:02 PM Mar 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় গুলিবিদ্ধ হয়ে খুন নৃত্যশিল্পী অমরনাথ ঘোষ। শুক্রবার মার্কিন মুলুক থেকে বন্ধুর রহস্যময় ফোন পেয়েই সিউড়ি থানায় ছুটেছিলেন তাঁর কাকা-কাকিমা। এবার দূরদেশে বন্ধুর রহস্যমৃত্যুর কিনারা করার আর্জি নিয়ে নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) টুইট অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharjee)।

Advertisement

শনিবার এক্স হ্যান্ডেলে একটি টুইট করে ভারতীয় দূতাবাস ও প্রধানমন্ত্রীকে ট্যাগ করে সাহায্য প্রার্থনা করেছেন দেবলীনা। টুইটে অভিনেত্রী লিখেছেন, “মঙ্গলবার সন্ধেয় আমেরিকার সেন্ট লুইস অ্যাকাডেমি অঞ্চলে আমার বন্ধু অমরনাথ ঘোষকে গুলি করে খুন করা হয়েছে। ও পরিবারের একমাত্র সন্তান ছিল। অমরনাথের মা তিন বছর আগেই মারা গিয়েছেন। আর শৈশবেই বাবাকে হারিয়েছে। কেন, কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল? বিশদে কোনও তথ্যই এখনও পাওয়া যায়নি। ওর হয়ে মামলা লড়ার মতো বন্ধিরা ছাড়া ওর পরিবারের সেরকম কেউ নেইও। অমরনাথ কলকাতার ছেলে। অসাধারণ একজন নৃত্যশিল্পী। পিএইচডি করছিল। সন্ধেবেলা যখন হাঁটতে গিয়েছিল তখন আচমকাই এক অপরিচিত ব্যক্তি এসে এলোপাথাড়ি গুলি চালায় ওর দিকে।”

নৃত্যশিল্পী অমরনাথ ঘোষ

দেবলীনা ভট্টাচার্য আরও জানান, “মার্কিন মুলুকে ওর আরও কিছু বন্ধু শেষকৃত্যের জন্য মরদেহ আনার চেষ্টা করছে, কিন্তু সেই বিষয়ে এখনও কোনও আপডেট পাওয়া যায়নি।” সেই মর্মেই নরেন্দ্র মোদি, মার্কিন মুলুকের ভারতীয় দূতাবাস, ড. জয়শঙ্করের হস্তক্ষেপের আর্জি জানিয়েছিলেন টেলিভিশনের ‘গোপী বহু’। প্রধানমন্ত্রীর কাছে দেবলীনার কাতর আর্জি, “নিদেনপক্ষে ওর খুনের কারণ খুঁজে বের করা হোক।”

[আরও পড়ুন: ‘সলমনের মতো হাঁটা শাহজাহানের, পিছনে জুনিয়র আর্টিস্ট! ব্লকবাস্টার বই’, খোঁচা কমলেশ্বরের]

এদিকে শুক্রবারই দু দিনের বঙ্গসফরে এসেছিলেন নরেন্দ্র মোদি। আরামবাগ ও কৃষ্ণনগরে সভাও করে বাংলা দিয়েই লোকসভা ভোটের প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী। আর মোদির সেই বঙ্গসফরকালীনই বাঙালি নৃত্যশিল্পী অমরনাথ ঘোষের রহস্যমৃত্যুর কিনারা করার আর্জি রাখলেন দেবলীনা ভট্টাচার্য।

[আরও পড়ুন: আম্বানিদের বিয়েতে এসে লাগেজ খোয়ালেন রিহানা? প্রশ্নের মুখে জবাবও দিলেন মোক্ষম!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার