shono
Advertisement

এই পোশাক পরে বিয়ে করবেন মিয়া খালিফা! নেটদুনিয়ায় ভাইরাল ছবি

কাকে বিয়ে করছেন মিয়া? The post এই পোশাক পরে বিয়ে করবেন মিয়া খালিফা! নেটদুনিয়ায় ভাইরাল ছবি appeared first on Sangbad Pratidin.
Posted: 05:48 PM Nov 26, 2019Updated: 05:48 PM Nov 26, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময় পর্নদুনিয়া কাঁপাতেন তিনি। তাঁর পর্ন ছবি মানেই ভিউয়ার্সের বন্যা। এখন তিনি আর সেই জগতের সদস্য নন। এখন পর্ন দুনিয়াকে বিদায় জানিয়ে ওয়েবক্যাম মডেল হিসাবে কাজ করছেন মিয়া খালিফা৷ কিন্তু তাতে ক্রেজ এতটুকু কমেনি। তাই তাঁর বিয়ের খবর যখন প্রকাশ্যে এসেছিল, তখন তোলপাড় হয়েছিল নেটদুনিয়া। আর এবার তিনি বিয়ের পরিকল্পনার খবর জানালেন অনুরাগীদের। বললেন, বিয়েতে কী পোশাক পরবেন তিনি।

Advertisement

হাতে আর মাত্র মাসখানেক সময়। তারপরই চারহাত এক হবে। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন প্রাক্তন পর্নস্টার মিয়া খালিফা। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তিনি। সাদা পোশাকে সেই ছবিতে দেখা গিয়েছে মিয়াকে। ছবির ক্যাপশনে মিয়া ইঙ্গিত দিয়েছেন, এই পোশাকটি তাঁর কাছে বিশেষ। নেটিজেনরা মনে করছেন, এই পোশাকয়েই মিয়াকে বিয়ের দিন দেখা যাবে। যদিও মিয়া নিয়ে এ ব্যাপারে স্পষ্ট কোনও মতামত দেননি।

[ আরও পড়ুন: ‘হরমোনের ওষুধ খেতে হয়েছিল’, জয়ললিতার বায়োপিক নিয়ে বিস্ফোরক কঙ্গনা ]

এ বছরের গোড়ার দিকে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে আংটিবদল করেন মিয়া খালিফা। সুইডিশ বয়ফ্রেন্ড রবার্টের সঙ্গে কিন্তু পর্ন দুনিয়ার কোনও সম্পর্ক নেই। পেশায় শেফ তিনি। গত একবছর ধরে মিয়া আর রবার্টের মধ্যে সম্পর্ক রযেছে। কিন্তু মিয়াকে রবার্ট বিয়ের প্রস্তাব দেন দিনকয়েক আগে। ১৪ মার্চ শিকাগোর একটি রেস্তোরাঁয় ডিনারে গিয়েছিলেন তাঁরা। সেখানে আর পাঁচটা রোম্যান্টিক প্রেমিকের মতোই মিয়াকে প্রোপোজ করেন রবার্ট। একটি পাত্রে হীরের আংটি চাপা দিয়ে রেখেছিলেন তিনি। ঢাকনা খুলেই আংটিটি চোখে পড়ে মিয়ার। আপ্লুত হয়ে পড়েন তিনি। ‘হ্যাঁ’ বলতে বিন্দুমাত্র দেরি করেননি। তারপর থেকে অনেক ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন প্রাক্তন অ্যাডাল্ট স্টার মিয়া খলিফা। তার মধ্যে তাঁর অনামিকার হীরের আংটিও রয়েছে।

[ আরও পড়ুন: বব বিশ্বাসের ভূমিকায় কেন অভিষেক বচ্চন? বিতর্কের ঝড় নেটদুনিয়ায় ]

The post এই পোশাক পরে বিয়ে করবেন মিয়া খালিফা! নেটদুনিয়ায় ভাইরাল ছবি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার