shono
Advertisement

মহিলারা শুধুই ‘সেক্স অবজেক্ট’? ‘অ্যানিম্যাল’ নিয়ে বিস্ফোরক জবাব অনুরাগের

সিনেমায় ভায়োলেন্স নিয়েও কথা বললেন পরিচালক। দেখুন ভিডিও।
Posted: 09:19 PM Dec 10, 2023Updated: 09:43 PM Dec 10, 2023

সুপর্ণা মজুমদার: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF 2023) এসে ‘অ্যানিম্যাল’ সিনেমা নিয়ে মতামত জানালেন অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। ছশো কোটির বেশি ব্যবসা করেছে রণবীর কাপুরের ছবি। কিন্তু এই ছবিতেই আবার নারীদের যৌনপুতুল হিসেবে দেখানোর অভিযোগ উঠেছে। বলিউড পরিচালকের মত কী? জানালেন একান্ত সাক্ষাৎকারে।

Advertisement

ছবি – ব্রতীন কুণ্ডু

রবিবার নন্দন ১ প্রেক্ষাগৃহে অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবি ‘কেনেডি’ দেখানো হয়। তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অনুরাগ। পরে একান্ত সাক্ষাৎকারে পরিচালককে ‘অ্যানিম্যাল’ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এখানে সব ধরনের সিনেমাই তৈরি করা হয়। আমাদের সমাজেই তো পণ্য হিসেবে দেখা হয়। কে কীভাবে কী বলছে, তার উপরে সমস্তটা নির্ভর করছে। আমি নিজের সিনেমার জন্য লড়াই করলে তো আমাকেও বলা হয়।”

[আরও পড়ুন: মনোজ বাজপেয়ীর মাস্টারক্লাস থেকে ‘ক্রিয়েটুরা’, চলচ্চিত্র উৎসবে সোমবার কী দেখবেন?]

এর পরই আবার পরিচালক বলেন, “এটা তো দেখার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। আমি যখন ‘ডেভ ডি’ করেছিলাম সেই ছবি নিয়ে ছেলেদের প্রবল আপত্তি ছিল, আবার সেই ছবি মেয়েদের খুব ভালো লেগেছে। তাই আমি বলছি, প্রত্যেক মানুষের কথা বলার অধিকার রয়েছে। ফেমিনিস্ট ছবি হলে কত মানুষ দেখতে যান? আমি তো দেখছি উসকানিমূলক ছবি নিয়েই চর্চা বেশি হয়। চর্চা হওয়া জরুরি।”

সিনেমায় ভায়োলেন্সকে কী আর্ট হিসেবে দেখানো যায়? এই প্রশ্নে অনুরাগের জবাব “কে কী বানাবে তুমি বলার কে? যাঁরা শিক্ষিত তাঁদের তো বেশি বুদ্ধি থাকা উচিত। এদিকে তাঁরাই বেশি প্রভাবিত হন।” সিনেমা ছাড়া এদিন বিরিয়ানি নিয়েও চর্চা করেন অনুরাগ। পরিচালক জানান, রয়্যালের বিরিয়ানি তিনি ইতিমধ্যেই খেয়ে ফেলেছেন। এবার বারাকপুরে গিয়ে ‘দাদা বৌদি’র বিরিয়ানি খেতে চান।

[আরও পড়ুন: নামহীন ভালোবাসা দোষের? ক্ষমতার সামনে নতই থাকবে মাথা? দর্শকদের ভাবায় ‘কড়ক সিং’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement