সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্কারের (Oscars 2023) মঞ্চে কথাই বলতে দেওয়া হয়নি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর প্রযোজক গুণীত মঙ্গাকে (Guneet Monga)। এমনই খবর শোনা যাচ্ছিল। যা রটেছে, তাই ঘটেছে। এমনটাই জানালেন গুণীত।
এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে গুণীত জানান, শর্ট ফিল্মের পরিচালক কার্তিকী গঞ্জালভেসের বক্তব্যের পরই তিনি যখন কথা বলতে যান তখন নেপথ্যে অস্কারের থিম মিউজিক বাজিয়ে দেওয়া হয়। যা দেখে অবাক হয়ে গিয়েছিলেন গুণীত। অবশ্য পরক্ষণেই নিজেকে সামলে নেন ভারতীয় প্রযোজক। হাল না ছেড়ে তিনি জোরালো কণ্ঠে তিনি সামনের সারিতে বসা দর্শকদের বলেন ভারতীয় সংস্থার প্রযোজনায় তৈরি কোনও ছবির প্রথম অস্কার এটি। তাতেই সকলে হাততালি দিতে থাকেন।
[আরও পড়ুন: জোটেনি ফ্রি এন্ট্রি, অস্কার অনুষ্ঠানে সিট পেতে কত টাকার টিকিট কিনেছেন রাজামৌলিরা?]
অনাথ এক হস্তিশাবক রুঘুর কাহিনি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। তামিলনাড়ুর দম্পতি বোম্মন আর বেল্লি যাঁকে উদ্ধার করে সন্তানস্নেহে বড় করে তোলে। মানুষ ও পশুর এই সম্পর্কের কাহিনি বিশ্বের দরবারে তুলে ধরেই সেরা ডকুমেন্টারি শর্ট সাবজেক্টের অস্কার ঝুলিতে পুরেছেন কার্তিকী ও গুণীত।
অস্কার হাতে নিয়ে কার্তিকী বলেছিলেন, “আজ আমি এখানে আমাদের আর আমাদের চারপাশের এই প্রকৃতির পবিত্র বন্ধনের কথা বলতে এসেছি। আদিবাসীদের সম্মানের কথা বলতে এসেছি। যাঁদের সঙ্গে আমরা এই গোটা দুনিয়াটা শেয়ার করি সেই প্রাণীদের অস্তিত্বের খাতিরে এসেছি। আর সর্বোপরি সহাবস্থানের কথা বলতে এসেছি।” এরপরই নেটফ্লিক্স, প্রযোজন গুণীত মঙ্গা ও পরিবারকে ধন্যবাদ জানান কার্তিকী। দেশের জন্য সদ্য পাওয়া অস্কার উৎসর্গ করে বলে ওঠেন, “আমার মাতৃভূমি ভারতবর্ষের জন্য।”