সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই জি-২০-র সাফল্যে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আর ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রীর জন্মদিনেও অভিনব শুভেচ্ছাবার্তা এল ‘জওয়ান’-এর তরফে।
বক্স অফিসের বাদশার মন্তব্য, “শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে জন্মদিনের শুভেচ্ছা (Happy Birthday Narendra Modi)। সুস্থ এবং আনন্দময় দিন কাটান। এবার একটু কর্মবিরতি নিন। মজা করে ছুটি কাটান। অসংখ্য শুভেচ্ছা।”
প্রসঙ্গত, সম্প্রতি দিল্লিতে জি-২০-র সম্মেলন (G20 Summit) শেষ হওয়ার পরই সেদিন বিকেলে শাহরুখের মুখে শোনা গিয়েছিল মোদিবন্দনা। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলিউড বাদশা টুইট করেছিলেন, “মোদিজি জি-২০-র সাফল্যের জন্য আপনাকে অভিনন্দন। উন্নত ভবিষ্যতের জন্য বিশ্বের দরবারে সকল রাষ্ট্রকে একসুতোয় বাঁধল জি-২০। এই সাফল্য প্রতিটি ভারতবাসীর কাছে সম্মান ও গর্বের। স্যর, আপনার নেতৃত্বে আমরা বিচ্ছিন্নভাবে নয়, বরং ঐক্যবদ্ধভাবেই উন্নতি করব। এক পৃথিবী, এক বিশ্ব, এক পরিবার।” এবার প্রধানমন্ত্রীর জন্মদিনেও শুভেচ্ছা জানালেন শাহরুখ খান।
[আরও পড়ুন: ‘নতুন ভারতের বিশ্বকর্মা’, রামের সঙ্গে তুলনা টেনে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা কঙ্গনার]
একদিকে যখন বক্স অফিসে‘জওয়ান’(Jawan)-এর বিজয়রথ ছুটছে, তখন কিং খানের এই ছবি নিয়ে রাজনীতির অন্দরে হইচই পড়ে গিয়েছে। সিনেমার সংলাপে যখন দর্শক অনুরাগীদের একাংশ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনার সুর খুঁজে পেয়েছেন, তখন দরাজ কণ্ঠে ৫৬ ইঞ্চির প্রশংসায় পঞ্চমুখ হলেন সেই ব্যক্তি, যিনি ‘জওয়ান’ ছবিতে কথায় কথায় সরকারকে একহাত নিয়েছেন।