shono
Advertisement

Breaking News

‘বাহুবলী’গার্ল তমান্নার সঙ্গে প্রেম করছেন বিজয়! কীভাবে দেখা হয়েছিল দু’জনের?

বর্ষবরণের রাতে নাকি দু'জনকে চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছে।
Posted: 01:37 PM Jan 04, 2023Updated: 01:37 PM Jan 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম করছেন বিজয় বর্মা ও তমান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। নতুন বছরের শুরু থেকেই শোনা যাচ্ছে এই খবর। বছরের শুরুতেই একটি ভিডিও ভাইরাল হয়। দাবি করা হয়, তাতে চুম্বনরত অবস্থায় দেখা গিয়েছে ‘বাহুবলী’ খ্যাত অভিনেত্রী ও ‘ডার্লিংস’ সিনেমার নায়ককে। তাতেই প্রেমের জল্পনা তুঙ্গে।

Advertisement

কিন্তু কীভাবে শুরু হয় এই প্রেম পর্ব? শোনা যাচ্ছে,  ‘লাস্ট স্টোরিজ ২’ সিনেমার সেটে দুই তারকার দেখা হয়। সেখানেই বন্ধুত্বের সূত্রপাত। সময়ের সঙ্গে বিজয় (Vijay Varma) ও তমান্নার সম্পর্ক আরও পোক্ত হয়। নতুন বছরের যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাতে নাকি বিজয় ও তমান্নাকে বর্ষবরণের আনন্দে নিবিড় চুম্বন করতে দেখা গিয়েছে।

[আরও পড়ুন: ‘যদি বাড়িতে হামলা হয়!’ ‘পাঠান’ বিতর্কে মুখ খুলতে নারাজ নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement