সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেরা প্রথম ছবি ও সেরা জাতীয় সংহতি বিষয়ক ছবি, এই দুই জাতীয় পুরস্কার থেকে বাদ গেল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi) ও খ্যাতনামা অভিনেত্রী নার্গিস দত্তর নাম। এমনই খবর শোনা যাচ্ছে। ৭০তম জাতীয় পুরস্কারের জাতীয় পুরস্কারের বিধি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে নাকি এমনটাই জানানো হয়েছে।
উল্লেখ্য, মোদি সরকারের আমলেই খেলরত্ন পুরস্কার থেকে রাজীব গান্ধীর নাম বাদ গিয়েছিল। তার বদলে দেওয়া হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নামটি। জাতীয় পুরস্কার থেকে ইন্দিরা গান্ধী ও নার্গিসের নাম সরল। আর প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে যে পুরস্কার আগে সেরা প্রথম ছবি হিসেবে দেওয়া হতো, তা এখন থেকে নবাগত পরিচালকের দ্বারা নির্মিত সেরা ছবি হিসেবে গণ্য হবে বলেই খবর। আগে এই পুরস্কার প্রযোজক-পরিচালক পেতেন। এখন শুধুমাত্র পরিচালকই এর দাবিদার।
[আরও পড়ুন: অস্কারের পর ফের আন্তর্জাতিক মঞ্চে দীপিকা, এবার কোথায় দেখা যাবে নায়িকাকে?]
এদিকে নার্গিস শুধুমাত্র খ্যাতনামা অভিনেত্রীই নন, তিনি প্রয়াত তারকা সুনীল দত্তর স্ত্রী। যিনি ১৯৮৪ সালে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তার পর সাংসদও হয়েছিলেন। মনমোহন সিংয়ের আমলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্যাবিনেট মন্ত্রীও ছিলেন। অভিনেত্রীর ঝুলিতেও রয়েছে জাতীয় পুরস্কার। এমন অভিনেত্রীর নামে সেরা জাতীয় সংহতি বিষয়ক ছবির পুরস্কার দেওয়া শুরু হয়েছিল ১৯৬৫ সাল থেকে। আর সেরা প্রথম ছবির সঙ্গে ইন্দিরা গান্ধীর নাম যুক্ত হয় ১৯৮৪ সাল থেকে। যা হয়তো ৭০তম জাতীয় পুরস্কারে আর থাকছে না।
শোনা যায়, এবার জাতীয় পুরস্কারের বিভিন্ন বিষয় নতুন করে পর্যবেক্ষণ ও ঢেলে সাজানোর জন্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছিল। মন্ত্রকের অতিরিক্ত সচিব নীরজা শেখরের নেতৃত্বে সেই কমিটিতে ছিলেন সেন্সর বোর্ডের প্রধান প্রসূন যোশী, পরিচালক প্রিয়দর্শন, বিপুল শাহর মতো ব্যক্তিত্বরা।