shono
Advertisement

‘টু হট টু হ্যান্ডেল’, সলমনের ছবি পোস্ট করে মন্তব্য জ্যাকলিনের

দেখুন কী কাণ্ডটাই না হচ্ছে ‘রেস থ্রি’-র ফ্লোরে৷ The post ‘টু হট টু হ্যান্ডেল’, সলমনের ছবি পোস্ট করে মন্তব্য জ্যাকলিনের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:16 PM Apr 26, 2018Updated: 06:09 PM Aug 24, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় জামিন পেয়েছেন৷ বাইরে শুটিং করার অনুমতিও রয়েছে৷  এখন অনেকটাই স্বস্তিতে সলমন খান৷ পুরোদমে শুটিং শুরু করে দিয়েছেন আবার৷ জেলে যাওয়ায় আটকে ছিল ‘রেস থ্রি’-র কাজ৷ ফিরেই সে কাজ শুরু করে দিয়েছেন ভাইজান৷ পাড়ি দিয়েছেন কাশ্মীর উপত্যকায়৷ সঙ্গী পরিচালক রেমো ডি’স্যুজা ও নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজ৷ প্রিয় নায়কের সঙ্গে শুটিং পর্ব বেশ উপভোগ করছেন জ্যাকলিন৷ তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলেই ফুটে উঠছে তার প্রমাণ৷

Advertisement

[সুগন্ধীর খাতিরে ক্যামেরার সামনে নগ্ন হলেন কিম কারদাশিয়ান]

এবারে ভাইজানের ছবি পোস্ট করে ইনস্টাগ্রামের উষ্ণতা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন জ্যাকলিন৷ ভূ-স্বর্গের নিম্নমুখী তাপমাত্রায় যেখানে লেপ-কম্বল জড়িয়েও ঠান্ডায় কাঁপছেন জ্যাকি, সেখানে মাত্র একটি গেঞ্জি পরেই দাঁড়িয়ে রয়েছেন সলমন৷ এমন ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন ‘টু হট টু হ্যান্ডেল’৷

ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ অনেকেই সলমনের এই হটনেসের প্রশংসায় পঞ্চমুখ৷ এই বয়সেও যে তিনি কতটা ফিট, তা যেন ফের এই ছবিতে প্রমাণ করলেন ‘দাবাং’ খান৷

[বিন্দাস মেজাজে ‘বীরে দি ওয়েডিং’-এ শামিল সোনম-করিনা]

‘রেস’ সিরিজের তৃতীয় সংস্করণ ‘রেস থ্রি’। প্রথম দুই সিরিজে মুখ্য ভূমিকায় ছিলেন সইফ আলি খান। তবে এ ছবিতে অনিল কাপুর ছাড়া বাকি সব তারকাই নতুন। সলমন, জ্যাকলিন ছাড়াও ছবিতে রয়েছেব সাকিব সালিম, ডেইজি শাহ, ববি দেওল। সব ঠিকঠাক থাকলে আগামী বছর ইদেই মুক্তি পাবে সলমনের এই ছবি৷ তার আগে শুটিংয়ে বেশ ভালই সময় কাটছে ভাইজানের৷

[গরমে গলে পড়ছেন উত্তম-সুচিত্রা! ব্যাপারটা আসলে কী?]

The post ‘টু হট টু হ্যান্ডেল’, সলমনের ছবি পোস্ট করে মন্তব্য জ্যাকলিনের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার