সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন (Ayodhya Ram Temple)। রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিকে তাকিয়ে গোটা দেশ। আর সেই ঐতিহাসিক কর্মকান্ডকে শ্রদ্ধা জানিয়েই নিজের গাওয়া ‘রাম কা ধাম’ ভজন উৎসর্গ করলেন কৈলাস খের (Kailash Kher)। শুধু তাই নয়, গায়কের মুখে শোনা গেল মোদিবন্দনাও।
দিন তিনেকের অপেক্ষা। অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে আমন্ত্রিত অথিতিদের তালিকায় রয়েছেন বলিউড এবং দক্ষিণী তারকারাও। আমন্ত্রিত কৈলাস খেরও। ইতিমধ্যেই একাধিক তারকা রামমন্দির উদ্বোধনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এপ্রসঙ্গে কৈলাসের মন্তব্য, “গোটা দেশ রামমন্দির উদ্বোধনের অপেক্ষায় প্রহর গুনছে। মনে হচ্ছে যেন, দিওয়ালি উদযাপন করতে চলেছি। সেই প্রেক্ষিতেই আমার ‘রাম কা ধাম’ ভজন গানটি রামমন্দিরকে উৎসর্গ করছি। এই মন্দির নির্মাণের নেপথ্যে যে সংগ্রামের কাহিনি রয়েছে, আমার গানে সেটাকেই তুলে ধরেছি।”
দেড় মাস আগেই রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র পেয়েছেন কৈলাস খের। তিনি জানালেন, “অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন আমাকে এর জন্যে। প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমি থাকছি সেদিন অযোধ্যায়। আমার বাবার কথা মনে করে আমি উদ্বোধনী অনুষ্ঠানে ধুতি পরব বলেও ঠিক করেছি। আশা করি, উপর থেকে আমাকে দেখে বাবা-মা খুশি হবেন এবং আশীর্বাদও করবেন।”
[আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ লিখে ক্ষমা চাইলেন নয়নতারা, হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ ঘুচল কি?]
রামমন্দির উদ্বোধন নিয়ে উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি মোদিবন্দনা করে কৈলাসের মন্তব্য, “নরেন্দ্র মোদি (PM Narendra Modi) সাক্ষাৎ দেবদূত। দেবলোক থেকে ওঁকে পাঠানো হয়েছে মর্তে। খুব সাদামাটা মানুষ। সাধু-সন্ন্যাসী, তপস্বীদের প্রার্থনাতেই মোদিকে পাঠিয়েছেন শ্রীরাম। দরিদ্র পরিবারে জন্মানো মোদি হিন্দু সংস্কৃতিতে পরিপূর্ণ। দেশ সামলানোর জন্য মোদির মতো কোনও সাধু-সন্তেরই দরকার ছিল। উনি কর্মযোগী, সাধক। নরেন্দ্র মোদির মতো মানুষই দরকার দেশের জন্য।”