সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরেই ওয়েব দুনিয়ায় সফর শুরুর কথা জানিয়েছিলেন কমেডিয়ান কপিল শর্মা (Kapil Sharma)। স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে (Netflix) দেখা যাবে তাঁকে। মঙ্গলবার নিজেই একথা জানালেন ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে।
বড় কোনও ঘোষণা করার আভাস সোমবারই টুইটারে দিয়েছিলেন কপিল। লিখেছিলেন, অনুরাগীরা যেন শুভ সংবাদের (Auspicious News) জন্য তৈরি থাকেন। তা শুনে অনুরাগীরা অনেকেই ভেবেছিলেন, দ্বিতীয় সন্তানের আগমন বার্তা হয়তো ঘোষণা করবেন জনপ্রিয় কমেডিয়ান। কারণ কিছুদিন আগেই তাঁর স্ত্রী গিন্নির অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়েছিল। সেই খবরেই হয়তো সিলমোহর দেবেন।
[আরও পড়ুন: OMG! বলিউডে কেরিয়ার শুরুর ২ বছরের মধ্যেই ৩৯ কোটি টাকার ফ্ল্যাট কিনলেন জাহ্নবী!]
তবে অনুরাগীদের সেই আশা পূরণ না হলেও, ভিন্ন শুভ সংবাদে মঙ্গলবারের দিন ভাল করে দিলেন কপিল শর্মা। নাটকীয়ভাবে ভিডিওর মাধ্যমে নেটফ্লিক্সে যাত্রা শুরুর কথা জানিয়ে দিলেন। কপিলের এই ঘোষণায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। তবে কারও কারও মনে আবার প্রশ্ন, তাহলে কি সোনি টিভিতে ‘দ্য কপিল শর্মা শো’ (The Kapil Sharma Show) আর দেখা যাবে না? কেউ কেউ আবার আশা করছেন সেই শোয়ের পুরনো-নতুন এপিসোডগুলি আবার হয়তো নেটফ্লিক্সে দেখা যাবে। আবার নতুন কোনও শোয়ের সূত্রপাতও ঘটতে পারে। কী হবে? কীভাবে কপিলকে দেখা যাবে? সেই উত্তর কিছুদিন বাদেই জানা যাবে। তবে একটি বিষয়ে অনুরাগীরা নিশ্চিত। ওয়েব প্ল্যাটফর্মেও দর্শকদের মুখে হাসি ফোটাবেন জনপ্রিয় কমেডিয়ান। তাই তাঁর এই ভারচুয়াল ডেবিউর খবর পেয়েই উচ্ছ্বসিত সকলে।