shono
Advertisement
Katrina Kaif-Vicky Kaushal Baby

মা হলেন ক্যাটরিনা, সোশাল মিডিয়ায় সুখবর দিলেন ভিকি

ছেলে না মেয়ের বাবা-মা হলেন ভিকি-ক্যাট?
Published By: Tiyasha SarkarPosted: 11:35 AM Nov 07, 2025Updated: 04:16 PM Nov 07, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান ঘটিয়ে কয়েকমাস আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন ক্যাটরিনা-ভিকি (Katrina Kaif-Vicky Kaushal Baby)। তারপর থেকেই দিনগোনা শুরু অনুরাগীদের। শুক্রবার সকালে সোশাল মিডিয়ায় সুসংবাদ দিলেন ভিকি। ছেলে হওয়ার খবর জানিয়ে লিখলেন, 'ব্লেসড।' কমেন্ট বক্সে শুভেচ্ছার বন্যা নেটিজেনদের।

Advertisement

 

পরনে সাদা ঢিলেঢালা কোঅর্ড সেট। টাইট করে বাঁধা পনিটেল। মেকআপের লেশমাত্র নেই! মাস্কে ঢাকা মুখ। ধীর গতিতে অতি সন্তপর্ণে বোটের সিঁড়ি বেয়ে উঠছেন ক্যাটরিনা কাইফ। আর বোটে ওঠা পর্যন্ত রাস্তায় স্ত্রীকে আগলে রেখেছেন ভিকি কৌশল। গত জুলাই মাসেই তারকাদম্পতির এহেন ক্যামেরাবন্দি দৃশ্য ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জনকে উসকে দিয়েছিল। মাস দুয়েক যেতে না যেতেই সেই জল্পনায় ঘৃতাহূতি পড়ে কৌশল পরিবারের ঘনিষ্ঠ জনৈকর মন্তব্যে! গুঞ্জন শোনা যায়, অক্টোবর মাসের শেষের দিকে কিংবা নভেম্বর মাসের গোড়ার দিকে সন্তানের জন্ম দিতে চলেছেন ক্যাটরিনা কাইফ।

সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে নীরবতা ভাঙেন ভিকি-ক্য়াট। জানান, সন্তান আগমনের খবর। এই খবরে স্বাভাবিকভাবেই তোলপাড় নেটদুনিয়া। হবু মাকে শুভেচ্ছা জানিয়েছিলেন 'প্রাক্তন' সলমনও। সেই থেকেই চলছিল দিন গোনা। সকলের অপেক্ষার অবসান। শুক্রবার সকালে মা হলেন ক্যাটরিনা। ইনস্টাগ্রামে এই আনন্দের খরব ভাগ করে নিলেন ভিকি। সূত্রের খবর, মা ও সন্তান-দু'জনেই ভালো আছে।   

আগেই জানা গিয়েছিল, মা হওয়ার পর কাজ থেকেও দীর্ঘ বিরতি নিতে চলেছেন ক্যাটরিনা। যদিও বিয়ের পর সিনেমা নির্বাচনের ক্ষেত্রেও অনেকটা সচেতন হয়ে উঠেছেন তিনি। পর্দাতেও তাঁকে তুলনামূলক কম দেখা যায়। এবার খবর, কৌশলদের বউমা ক্যাট সুন্দরী আপাতত মাতৃত্বের ইনিংসকেই উপভোগ করতে চান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জল্পনার অবসান ঘটিয়ে কয়েকমাস আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন ক্যাটরিনা-ভিকি।
  • তারপর থেকেই দিনগোনা শুরু অনুরাগীদের। শুক্রবার সকালে সোশাল মিডিয়ায় সুসংবাদ দিলেন ভিকি।
Advertisement