সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত ‘উড়ান’ সিরিয়াল খ্যাত অভিনেত্রী কবিতা চৌধুরী (Kavita Chaudhary)। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৬৭ বছরের অভিনেত্রী। অমৃতসরের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আটের দশকের শুরুতে টেলিভিশনের জগতে সফর শুরু করেন কবিতা চৌধুরী। সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান ‘উড়ান’ সিরিয়ালে। আইপিএস অফিসার কল্যাণী সিংয়ের চরিত্র তাঁকে রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছিল। কবিতা চৌধুরীর সার্ফের বিজ্ঞাপনও বেশ জনপ্রিয় হয়েছিল। সেখানে আবার হোমমেকার ললিতাজির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
[আরও পড়ুন: মুকেশ আম্বানিই দিয়েছিলেন সাফল্যের টোটকা! ‘অ্যানিম্যাল’ ব্লকবাস্টার হতেই মুখ খুললেন রণবীর]
ডিডি ন্যাশনলের সঙ্গে দীর্ঘ দিন জড়িয়ে ছিলেন কবিতা চৌধুরী। ২০০০ সালে শুরু হওয়া ‘ইওর অনার’ সিরিয়ালে কৌশল্যার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সিরিয়ালে শচীন খেদকর, গোবিন্দ নামদেব, মনোজ যোশীর মতো অভিনেতারাও ছিলেন।
২০১৫ সালে ডিডি ন্যাশনালেই দেখা যায় ক্রাইম বেসড শো ‘আইপিএস ডায়েরিজ’। এই শোয়ের সঞ্চালনাও করেন কবিতা চৌধুরী। জানা গিয়েছে, অমৃতসরেই অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে।