shono
Advertisement

Breaking News

লাইমলাইটে এসেই কটাক্ষের শিকার, নেটিজেনদের পালটা দিলেন শাহিদ পত্নী

ব্যাপারটা কী? The post লাইমলাইটে এসেই কটাক্ষের শিকার, নেটিজেনদের পালটা দিলেন শাহিদ পত্নী appeared first on Sangbad Pratidin.
Posted: 07:15 PM Sep 03, 2018Updated: 07:15 PM Sep 03, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুঞ্জন চলছিল৷ বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল শাহিদ পত্নী মীরারও নাকি রূপোলি পর্দায় অভিষেক ঘটবে৷ অবশেষে সেই গুঞ্জনই সত্যি হল৷ বিজ্ঞাপনে অভিনয়ের মধ্য দিয়েই লাইমলাইটে চলে এলেন মীরা৷ সপ্তাহদুয়েক আগেই অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল তাঁর৷ একটি বিখ্যাত সংস্থার অ্যান্টি এজিং ক্রিমের  বিজ্ঞাপনেই দেখা গিয়েছিল মীরা রাজপুতকে৷

Advertisement

[আজ শুরু ‘কৌন বনেগা ক্রোড়পতি’, জানেন কী চমক থাকছে?]

যদিও শুরুটা তেমন জমল না মিসেস শাহিদ কাপুরের৷ অ্যান্টি এজিং ক্রিমের বিজ্ঞাপন করে নেটদুনিয়ায় রীতিমতো কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে৷ কেউ বলেন, মেয়েরা যে কুড়িতেই বুড়ি হয়ে যায়, তা নাকি আরও একবার মাত্র বাইশ বছর বয়সি মীরার বিজ্ঞাপনে প্রমাণিত হল৷ নেটিজেনদের একাংশ যদিও দাবি করেন  মীরা আদৌ ওই ক্রিম ব্যবহার করেন না৷ সেই বক্তব্যকে আবার হাতিয়ার করেন অনেকেই৷ কেউ কেউ পালটা টুইটে বলেন, ব্যবহার না করলে ওই অ্যান্টি এজিং ক্রিমের গুণাগুণ নিয়ে এত নিশ্চিত হচ্ছেন কীভাবে? কেউ কেউ আবার এই বিজ্ঞাপনগুলিকে ভিত্তিহীন বলতেও দ্বিধা করেননি৷

[দেনা প্রায় ১০ লক্ষ ডলার, দেউলিয়া হওয়ার জোগাড় প্রিয়াঙ্কার হবু শ্বশুরের]

প্রথম সন্তান সবেমাত্র দু’বছরের গণ্ডি ছুঁয়েছে৷ আপাতত দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন মীরা ও শাহিদ৷ নেটিজেনদের সমালোচনায় দমার পাত্রী নন মীরা৷ অনেক সমালোচনা শোনার পর নেটিজেনদের পালটা দেওয়ার পালা৷ ইনস্টাগ্রাম ও এক সাক্ষাৎকারে নেটিজেনদের সমালোচনার উত্তর দিলেন মীরা৷ নেটিজেনদের জবাব দিতে ওই বিখ্যাত সংস্থার অ্যান্টি এজিং ক্রিম হাতে নিয়ে একটি সেলফি পোস্ট করলেন শাহিদ ঘরণী৷ সঙ্গে ওই ক্রিমের গুণাগুণও নিয়ে ব্যাখ্যা দেন তিনি৷ মীরা লেখেন, নীরবে একজন মা তাঁর সমস্ত শক্তি, পরিশ্রম ব্যয় করে সন্তানদের জন্য কত কি না করেন৷ ওই ক্রিম ব্যবহারের জন্য মায়েদের পরামর্শও দেন তিনি৷ নিজেও তিনি ঘুম থেকে উঠে সকালে ওই ক্রিম ব্যবহার করেন বলে উল্লেখ করেন৷ নিজের ত্বকের যত্ন নিতে ওই ক্রিম ব্যবহার করতে ভুলবেন না বলেও জানান মীরা রাজপুত৷  

[সাসপেন্সে মোড়া ‘অন্ধা ধুন’ ছবির ট্রেলার, নয়া ভূমিকায় আয়ুষ্মান]

সাক্ষাৎকারে তিনি বলেন,  সোশ্যাল মিডিয়া সবার মতামত প্রকাশের জায়গা৷ তাই সেখানে কে কী বলল, তাতে কিছু যায় আসে না৷

The post লাইমলাইটে এসেই কটাক্ষের শিকার, নেটিজেনদের পালটা দিলেন শাহিদ পত্নী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement