সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: থ্রিলার গল্পের মাধ্যমেই ওয়েব দুনিয়ায় পা রাখলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সিরিজের নাম ‘বেস্টসেলার’। সাইকোলজিক্যাল এই থ্রিলার দেখা যাবে আমাজন প্রাইমে (Amazon Prime Video)। মঙ্গলবার প্রকাশ্যে এল ট্রেলার।
সিরিজে মিঠুন ছাড়াও রয়েছেন শ্রুতি হাসান, অর্জুন বাজওয়া, গওহর খান, সত্যজিৎ দুবে, সোনালি কুলকর্ণি। ট্রেলারে যা আন্দাজ পাওয়া যাচ্ছে, তাতে সাহিত্যিক তাহির ওয়াজিরের চরিত্রে রয়েছেন অর্জুন বাজওয়া। তাঁর স্ত্রীর ভূমিকায় গওহর খান। গল্পের খোঁজের থাকা তাহিরের দেখা হয় কফিশপের এক কর্মীর সঙ্গে (শ্রুতি হাসান)। সেখান থেকেই রহস্যের সূত্রপাত। যাঁর সমাধান করতে মরিয়া অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার লোকেশ প্রামাণিক (মিঠুনের চরিত্র)।
[আরও পড়ুন: বক্স অফিসে চমক দিল ‘বাবা, বেবি ও’, কামাল ‘কাকাবাবু’র, ৩ দিনে কত ব্যবসা করল দুই ছবি?]
নিজের চরিত্র প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিঠুন জানান, এর থেকে ভাল চরিত্র তাঁর ডিজিটাল ডেবিউর জন্য হতেই পারত না। ক্ষুরধার বুদ্ধির পাশাপাশি তার চরিত্রের মধ্যে ব্যঙ্গাত্মক একটি দিকও রয়েছে। তাতেই আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। পরিচালক মুকুল অভ্যয়ঙ্করের উপরও সম্পূর্ণ আস্থা রয়েছে মহাগুরুর। টানটান এই গল্প দর্শকদের পছন্দ হবে বলেই আশা তাঁর।
মিঠুনের পাশাপাশি এই সিরিজের মাধ্যমে ওয়েব দুনিয়ায় ডেবিউ করছেন শ্রুতি হাসান। নিজের চরিত্র নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। অনেক শেড রয়েছে চরিত্রটিতে। যা ক্যামেরার সামনে তুলে ধরা চ্যালেঞ্জ ছিল। যে সময় সিরিজে অভিনয়ের প্রস্তাব আসে তখন অত্যন্ত ব্যস্ত ছিলেন শ্রুতি। তবে চিত্রনাট্য পড়ার পর সঙ্গে সঙ্গেই অভিনয় করতে রাজি হয়ে যান। ১৮ ফেব্রুয়ারি থেকে আমাজন প্রাইমে দেখা যাবে ‘বেস্টসেলার’ (Bestseller)।