shono
Advertisement

বর্ষশেষের ‘মন কি বাতে’ ব্রাত্য বলিউড! দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির সাফল্যে পঞ্চমুখ মোদি

'মন কি বাতে' বলিউডকে ব্রাত্য রেখে কেন দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির কথা প্রধানমন্ত্রীর মুখে?
Posted: 02:08 PM Dec 31, 2023Updated: 02:08 PM Dec 31, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ১০৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে (Mann Ki Baat) অপ্রতিরোধ্য নতুন ভারতের কথার পাশাপাশি দেশের সিনেদুনিয়া নিয়েও প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির মুখে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির বাহবা। তেইশ সালের বক্স অফিসে বলিউড তার হারানো গৌরব ফিরে পেলেও মোদি (Narendra Modi) কিন্তু এগিয়ে রাখলেন দাক্ষিণাত্যভূমের গ্ল্যামারদুনিয়াকে।

Advertisement

চলতি বছরে দেশে জোড়া অস্কার এসেছে দক্ষিণী সিনেদুনিয়ার সুবাদে। রাজামৌলী পরিচালিত ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গান বেস্ট অরিজিনাল সং ক্যাটাগরিতে সেরার সেরা পুরস্কার জিতেছে। পাশাপাশি গুনিত মোঙ্গা প্রযোজিত তামিল তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইসপারস’ও সেরা ডকুমেন্টরি শর্ট ফিল্ম ক্যাটাগরিতে অস্কার জিতেছে। সেই দুই দক্ষিণী সিনেমার কথাই বর্ষশেষের মন কি বাত পর্বে বিশেষভাবে উল্লেখ করলেন নরেন্দ্র মোদি।

[আরও পড়ুন: মুখে গ্লাস নিয়ে ছেলে ববির ‘জামাল কুদু’ গানে নাচ এবার ধর্মেন্দ্রর, হেসে গড়ালেন সলমন!]

প্রধানমন্ত্রী এদিন তাঁর মাসিক অধিবেশনে বলেন, “‘নাটু নাটু’ যখন অস্কার জিতল গোটা দেশের বাঁধভাঙা উচ্ছ্বাস ধরা পড়েছে। ‘দ্য এলিফ্যান্ট হুইসপারস’ও যখন অস্কার জিতেছে, সেই খবর শুনে এমন কোনও ভারতীয় নেই, যাঁরা খুশি হননি। এই কাজগুলো গোটা বিশ্বের দরবারে ভারতের সৃজনশীলতাকে তুলে ধরেছে। পরিবেশের সঙ্গে আমাদের কতটা হৃদ্যতা, সেটা বুঝিয়ে দিয়েছে।” উল্লেখ্য, এক তামিল দম্পতির হাতি প্রেম নিয়ে এই তথ্যচিত্র তৈরি করেছেন কার্তিকী গনসালভেস। এদিনের ‘মন কি বাত’ অনুষ্ঠানে ফিটনেস টিপস শেয়ার করেন অক্ষয় কুমার। শরীর সচেতনতার বার্তা দিয়ে বলিউড খিলাড়িকে বলতে শোনা যায়, “ফিল্টার লাইফ নয়, ফিটার লাইফ লিড করুন।” প্রসঙ্গত, দক্ষিণ ভারতের রাজনৈতিক ময়দানে বিজেপি বরাবরই দুর্বল। লোকসভা ভোটের আগে সেই দাক্ষিণাত্যভূমের সিনেদুনিয়ার প্রশংসাতেই পঞ্চমুখ মোদি, এই বিষয়টি কিন্তু নজর এড়ায়নি ওয়াকিবহলমহলের।

[আরও পড়ুন: সত্যজিতের বায়োপিকে আমির খান? নতুন ছবিতে নেটপাড়ায় জল্পনা তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement