সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্ত অথচ তীক্ষ্ণ চোখ, কপালে লাল তিলক, এভাবেই ‘ভাদুড়ি মশাই’ হয়ে উঠলেন চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালনায় ওয়েব দুনিয়ায় এন্ট্রি নিলেন অভিনেতা। ভূত চতুর্দশীর আগেই প্রকাশ্যে এল ‘পর্ণশবরীর শাপ’ (Parnashavarir Shaap) সিরিজের ট্রেলার।
সৌভিক চক্রবর্তীর লেখনির জোরে বাংলা সাহিত্যের পাঠকদের কাছে পরিচিত নীরেন্দ্রনাথ ভাদুড়ি ওরফে ভাদুড়ি মশাই। সেই চরিত্রকেই ক্যামেরার সামনে জীবন্ত করে তুলেছেন পরিচালক পরমব্রত (Parambrata Chattopadhyay)। চমকপুরের ‘পর্ণশবরীর শাপ’-এর প্রভাব পড়েছে। তাতেই ডাক পড়েছে ভাদুড়ি মশাইয়ের।
[আরও পড়ুন: কানে জ্বলন্ত ধূপকাঠি, গলায় গাঁদা ফুলের মালা, ‘ভুল ভুলাইয়া’র মেজাজে উরফির ‘হ্যালোউইন’]
পাহাড়ের কুয়াশায় হাড়হিম করা কিছু দৃশ্য ট্রেলারে দেখা গিয়েছে। তাতেই বারবার চমকে দিয়েছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। সিরিজে মিতুলের চরিত্রে অভিনয় করেছেন তিনি। যার উপরে অশরীরী আধিপত্য রয়েছে। মিতুলকে বাঁচানোর জন্য আপ্রাণ লড়াই করে যাচ্ছে গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু ও অর্ণ মুখোপাধ্যায়ের চরিত্র।
“সন্ধ্যের পর যদি কেউ আপনাকে পিছন থেকে ডাকে, ফিরে তাকাবেন না”, একথা লিখেই হইচই প্ল্যাটফর্মের ‘X’ প্রোফাইল থেকে ট্রেলারটি শেয়ার করা হয়েছে। এই প্ল্যাটফর্মেই আগামী ১০ নভেম্বর থেকে দেখা যাবে ‘পর্ণশবরীর শাপ’। সিরিজের চিত্রনাট্য আর সংলাপ লিখেছেন শ্রীজীব। চিত্রগ্রহণে প্রসেনজিৎ চৌধুরী। আর সম্পাদনার দায়িত্ব সামলেছেন সুমিত চৌধুরী।