shono
Advertisement

Breaking News

ধর্মসংকটে ভক্ত! কষ্ট নিবারণে হাজির ‘শিবদূত’ অক্ষয়, ‘OMG 2’ ট্রেলারে নতুন চমক

সেন্সরের কাঁচিতে অক্ষয়ের সিনেমার কুড়িটি দৃশ্য!
Posted: 12:33 PM Aug 03, 2023Updated: 12:33 PM Aug 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ও মাই গড’ সিনেমায় এর আগে যেখানে কৃষ্ণের ভূমিকায় দেখা গিয়েছিল, সেখানে এবার নাকি অক্ষয় কুমার ধরা দেবেন শিবের ভূমিকায়। এমনটাই শোনা গিয়েছিল। সারা গায়ে মাখা ছাই-ভস্ম। গলায় রুদ্রাক্ষের মালা। কপালে ত্রিকালদর্শী চিহ্নে চন্দনের লেপন। জটাধারী অক্ষয়ের শিবতাণ্ডব নৃত্য প্রকাশ্যে আসার পর থেকেই ট্রেলার দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। এবার নতুন চমক নিয়ে হাজির ‘OMG 2’ ট্রেলার।

Advertisement

শিব নয়, বরং মহাদেবের দূত হিসেবে ভক্তকে ধর্মসংকট থেকে বাঁচাতে ধরাধামে অবতরণ অক্ষয়ের। ট্রেলারে শিবভক্ত কান্তি স্মরণ মুদগালের ভূমিকায় ধরা দিলেন পঙ্কজ ত্রিপাঠী। যিনি আইনি জটিলতায় জর্জরিত। এদিকে তাঁর ছেলের কীর্তিতে সমাজে ছি-ছি-কার পড়ে যায়! আত্মহত্যা করতে যায় সে। এরপরই পঙ্কজকে দেখা যায় ছেলের হয়ে আদালতে লড়তে। তবে বাবা হিসেবে দিশেহারা হয়ে পড়েন তিনি। এমন ধর্মসংকটেই ভক্তের কষ্ট দেখে শিব-দূত হয়ে আসেন অক্ষয় কুমার। তারপর? বাকিটা দেখতে হলে ১১ আগস্ট প্রেক্ষাগৃহে যেতে হবে। তার আগেই প্রকাশ্যে ‘OMG 2’ ট্রেলার। সেখানে আইনজীবীর ভূমিকায় ইয়ামি গৌতমকেও দেখা গেল। 

[আরও পড়ুন: হাসপাতালে আদা শর্মা! ‘কম্যান্ডো’র প্রচারের মাঝে আচমকাই অসুস্থ ‘কেরালা স্টোরি’ অভিনেত্রী]

প্রসঙ্গত, মুক্তির ৯ দিন আগেই সেন্সরের কাঁচিতে পড়ে বেশ কিছু দৃশ্য বাদ যায় অক্ষয় কুমারের ‘OMG 2’ থেকে। এমনকী এই ছবিকে ‘A’ সার্টিফিকেটের বিনিময়ে ছাড়পত্র দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)। প্রায় কুড়িটি দৃশ্যে বদলানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শোনা যাচ্ছে, ছবির নাগা সাধুদের নগ্ন দৃশ্য পালটে ফেলতে বলা হয়েছে। পাশাপাশি ঈশ্বরকে অর্পণ করা কারণসুধার দৃশ্যও বদলানোর নির্দেশ রয়েছে। বাদের তালিকায় নাকি কন্ডোমের বিজ্ঞাপন ও ‘অস্বাভাবিক যৌনতার ভাস্কর্য’ রয়েছে। ‘ব়্যাট পয়েজন’ লেখা বোতলের একটি দৃশ্যও বাদ দিতে হবে বলে খবর। এসব তক-বিতর্ক সামনে নিয়েই প্রকাশ্যে ‘OMG 2’র ট্রেলার।

[আরও পড়ুন: সবুজ লিপস্টিক পরে চরম ট্রোলড! নিন্দুককে মোক্ষম পাঠ দিলেন ‘ফ্যাশনিস্তা’ স্বস্তিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement