সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাতারে প্রাক্তন নৌসেনা আধিকারিকদের মুক্তির নেপথ্যে বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)! এমনই খবর ছড়িয়ে পড়েছিল। ঘটনার সত্যতা কী? জবাব দিলেন কিং খানের ম্যানেজার পূজা দদলানি। সোশাল মিডিয়ায় শেয়ার করলেন বিবৃতি।
২০২২ সালের আগস্ট মাসে আট প্রাক্তন নৌসেনা আধিকারিককে আটক করেছিল কাতারের গোয়েন্দা সংস্থা। তাঁরা কাতারের বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। আধিকারিকদের বিরুদ্ধে ইজরায়েলে চরবৃত্তির অভিযোগ উঠেছিল। বিচারে দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড। আধিকারিকদের উদ্ধারে সক্রিয় হয় ভারত। শেষ পর্যন্ত বিদেশমন্ত্রক তথা প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির উদ্যোগে মুক্ত হন সকলে।
[আরও পড়ুন: অস্কারের পর ফের আন্তর্জাতিক মঞ্চে দীপিকা, এবার কোথায় দেখা যাবে নায়িকাকে?]
এর পরই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর একটি টুইট। যাতে লেখা, “কাতারের শেখদের বোঝাতে বিদেশমন্ত্রক ও NSA ব্যর্থ হওয়ার পর কাতার সফরে মোদির শাহরুখ খানকে নিয়ে যাওয়া উচিত। এই বিষয়ে মোদি শাহরুখকেই হস্তক্ষেপের অনুরোধ করেছিলেন, আর তাতেই অনেক মূল্যের বিনিময়ে কাতারের শেখদের হাত থেকে নৌসেনার অফিসারদের মুক্ত করা গিয়েছে।”
এর জবাবে অফিশিয়াল স্টেটমেন্ট শেয়ার করেন পূজা দদলানি। যাতে জানানো হয় কাতার থেকে প্রাক্তন নৌসেনাদের মুক্ত করার পিছনে শাহরুখ খানের কোনও ভূমিকা নেই। এই সাফল্যের নেপথ্যে ভারত সরকারের আধিকারিকরাই রয়েছেন। সেই সঙ্গে এও বলা হয়, এমন কূটনৈতিক ও প্রশাসনিক বিষয় দেশের সুদক্ষ নেতারাই দেখেন। প্রাক্তন নৌসেনা আধিকারিকদের মুক্তির খবরে শাহরুখ বেশ খুশি। কিং খানের পক্ষ থেকে তাঁদের জন্য রইল শুভেচ্ছা।