সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেলার প্রকাশ্যে এসেছে ২৪ ঘণ্টাও হয়নি। এর মধ্যেই সোশাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ’ (Raktabeej)। পূর্বতন টুইটার তথা বর্তমান ‘X’ সাইটের ট্রেন্ডিং তালিকায় তিন নম্বর জায়গাটি দখল করে ফেলে বাংলার এই ছবি। ভিক্টর বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়দের দেখে মুগ্ধ অনুরাগীরা।
কথা ছিল শনিবার সকালেই ‘রক্তবীজ’-এর ট্রেলার প্রকাশ্যে আসবে। তার অন্যথা হয়নি।
প্রতিবারের মতো এবারও যে টলিউডের সুপারহিট জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ আবার একটা হিট দিতে তৈরি, তা ‘রক্তবীজ’ ছবির টিজারেই বোঝা গিয়েছিল। ট্রেলার মুক্তি পেতেই সেই উত্তেজনায় যেন বারুদ পড়ল। সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ল ২ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিও। তরণ আদর্শ, রমেশ বালার মতো চলচ্চিত্র বিশেষজ্ঞরাও তা শেয়ার করেছেন। আর তাতেই ট্রেন্ডিং তালিকায় উপরের সারিতে পৌঁছে গিয়েছে বাংলার ছবি, বাংলা ছবি।
[আরও পড়ুন: ‘বাঘা বাঘা হে…’, ‘বাঘা যতীন’-এর গান গাইল বিশেষ ক্ষমতা সম্পন্ন খুদেরা, শেষে চমক দেবের]
খাগড়াগড় বিস্ফোরণের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে ‘রক্তবীজ’। ২০১৪ সালে দিল্লির মসনদে যখন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, সেই পাঁচ বছরের সময়কালে বাঙালি রাষ্ট্রপতির কলম দেশের একাধিক বড় ঘটনার সাক্ষী থেকেছে। তার মধ্যে অন্যতম দুর্গাষ্টমীর দিন বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরণ। যে ঘটনার কথা ভাবলে আজও বঙ্গবাসীর বুক কেঁপে ওঠে! অতীতের সেই স্মৃতি উসকে দিয়েছে ‘রক্তবীজ’-এর ট্রেলার।
ট্রেলারে যেখানে বাঙালি রাষ্ট্রপতি হিসেবে দেখা গিয়েছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। আবির চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী দুঁদে পুলিশ অফিসার। অনসূয়া মজুমদারকে দেখা যাচ্ছে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের দিদি হিসেবে। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, দেবাশিস মণ্ডল, দেবলীনা কুমার। ১৯ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে ‘রক্তবীজ’।