shono
Advertisement

Breaking News

এবার নরেন্দ্র মোদির চরিত্রে ‘রাম’ অরুণ গোভিল, চমকে দিলেন নতুন লুকে

প্রধানমন্ত্রীর চরিত্র দিয়েই কেরিয়ারের নতুন ইনিংস শুরু করতে চলেছেন 'রাম'।
Posted: 02:40 PM Feb 09, 2024Updated: 02:40 PM Feb 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখে রিমলেস চশমা। সাদা দাড়ি। পোশাকও মোদির মতো। একনজরে ধরতে পারবেন না! হুবহু যেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর লুকে ধরা দিয়ে চমকে দিলেন টেলিপর্দার জনপ্রিয় ‘রাম’ অরুণ গোভিল (Arun Govil)। এই ছবির সুবাদেই সম্ভবত কেরিয়ারের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। কোন সিনেমার জন্য মোদির (PM Narendra Modi) জুতোতে পা গলালেন?

Advertisement

আদিত্য ধর পরিচালিত ‘আর্টিক্যাল ৩৭০’ (Article 370 ) ছবিতে অরুণ গোভিলকে দেখা যাবে নরেন্দ্র মোদির ভূমিকায়। বৃহস্পতিবার সেই সিনেমার ট্রেলার প্রকাশ্যে এসেছে। উত্তপ্ত কাশ্মীরের প্রেক্ষাপটে তৈরি হওয়া এই রাজনৈতিক থ্রিলারের ২ মিনিট ৪০ সেকেন্ডের ঝলকে প্রধানমন্ত্রীর চরিত্রে যেভাবে দেখা গেল অরুণ গোভিলকে, তা এখন ‘টক অফ দ্য টাউন’! সিনেমার মুখ্য চরিত্রে রয়েছেন ইয়ামি গৌতম। এক গোয়েন্দা আধিকারিকের ভূমিকায় রয়েছেন তিনি।

আটের দশকে রামানন্দ সাগরের রামায়ণ-এ টেলিপর্দায় রাম চরিত্রে অভিনয় করেন অরুণ গোভিল। তারপর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক সিনেমা, ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। তবে রাম অবতারেই এখনও দর্শকদের মনে তাঁর উজ্জ্বল উপস্থিতি। তাঁর নতুন লুক দেখে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে প্রত্যাশার পারদ চড়েছে, এবার ‘আর্টিক্যাল ৩৭০’ ছবিতে নরেন্দ্র মোদির ভূমিকায় কেমন অভিনয় করেছেন অরুণ গোভিল? সেটাই দেখার।

[আরও পড়ুন: কড়া নিরাপত্তার ঘেরাটোপে অযোধ্যায় অমিতাভ, শুভ কাজের আগে পুজো দিলেন রামমন্দিরে]

গত ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য অযোধ্যায় গিয়েছিলেন অরুণ গোভিল। তবে মন্দির চত্বরে থেকেও ভিড়ের ঠেলায় রামের দর্শন পাননি। যার জন্য ক্ষোভও প্রকাশ করেছিলেন পর্দার ‘রাম’। এবার মোদির চরিত্র দিয়েই অভিনয় কেরিয়ারের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি। এর আগে বিবেক ওবেরয়কে দেখা গিয়েছিল নরেন্দ্র মোদির চরিত্রে।

[আরও পড়ুন: দেবের রাজনৈতিক ভবিষ্যৎ কী? জল্পনার মাঝেই অভিষেকের সঙ্গে বৈঠকে তারকা সাংসদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement