সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাদেব বেটিং অ্য়াপ কাণ্ডে ইডির ডাক পেয়েছেন রণবীর। ইডির কাছে দুসপ্তাহের সময়ও চেয়েছেন অভিনেতা। মাঝে অবশ্য ইডির ডাক পেয়ে কিছুটা মেজাজ হারিয়ে ছিলেন রণবীর। ছবি শিকারিদের সঙ্গে ঝামেলাও জড়িয়ে ছিলেন। তবে সময় এগোতেই রণবীর যেন একেবারেই কুল। আর তাই তো সুযোগ পেয়ে ফুটবল প্রেমী রণবীর চলে গেলে আইএসএল দেখতে। পরনে তাঁর লাকি নম্বরের জার্সি। তবে একা নয়, সঙ্গে ছিলেন স্ত্রী আলিয়া ভাটও।
রবিবার মুম্বই সিটি এফসি এবং কেরালা ব্লাস্টার্স এফসির মধ্যে আইএসএল-এর ম্যাচ ছিল। রণবীর মুম্বই দলের মালিক।
[আরও পড়ুন: ‘মহিলাদের মৃতদেহকে ধর্ষণ করছে হামাস জঙ্গিরা’, ইজরায়েলের জন্য কাঁদছেন কঙ্গনা! উলটো সুর স্বরার]
মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে বলিউড অভিনেতাকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। শুক্রবার ছত্তিশগড়ের রায়পুর ইডি (ED) অফিসে অভিনেতাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইডির কাছে থেকে দু’সপ্তাহ সময় চেয়ে নিলেন অভিনেতা।
ইডি সূত্রে খবর, মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডে (Mahadev App Case) কোনও অভিযুক্ত হিসেবে নয়, বরং ওই সংস্থার আর্থিক লেনদেন সম্পর্কে আরও তথ্যের হদিশ পেতেই ৬ অক্টোবর রণবীরকে তলব করা হয়েছে রায়পুরের ইডির অফিসে। উল্লেখ্য, সংশ্লিষ্ট ইস্যুতে আরও ১৪-১৫ জন বলিউড তারকা ইডির নজরে রয়েছে বলে খবর। খুব শিগগিরি তাঁদেরকেও তলব করা হবে বলে জানা গিয়েছে।
ইডি সূত্র মারফৎ জানা গিয়েছে, “রণবীর হয়তো এই অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারির সঙ্গে সরাসরি যুক্ত নন। তাই এমতাবস্থায় তাঁকে অভিযুক্ত হিসেবে তলব করা হয়নি। ওই সংস্থা থেকে যে টাকা তিনি পেয়েছেন, সেই টাকার উৎস সম্পর্কে তাঁর কতটা ধারণা রয়েছে, কিংবা ওই সংস্থার আর্থিক লেনদেন সম্পর্কিত কতটা তথ্য রয়েছে তাঁর কাছে, সেসব তথ্য বের করতেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে।”
[আরও পড়ুন: ‘মহিলাদের মৃতদেহকে ধর্ষণ করছে হামাস জঙ্গিরা’, ইজরায়েলের জন্য কাঁদছেন কঙ্গনা! উলটো সুর স্বরার]