সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনস্ক্রিনে তাঁর স্টাইলে ফিদা সিনেপ্রেমীরা। অফস্ক্রিনেও তিনি যে কতটা মজার মানুষ, তার প্রমাণ ফের দিলেন রণবীর সিং। শুধু মজার মানুষই নন, সাহসীও বটে। বরফে ঢাকা সুইজারল্যান্ডের সৌন্দর্য দেদার উপভোগ করলেন বলিউডের হার্টথ্রব। তবে ফ্যানদের ছাড়া তিনি একা যে কিছুই করতে ভালবাসেন না। তাই অপরূপ সুইজারল্যান্ডের সবটুকু আনন্দ ফ্যানদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। তুষারাবৃত ভূ-স্বর্গে ক্রিকেটার হিসেবে ধরা দিলেন বি-টাউনের অভিনেতা। সঙ্গে ভক্তদের মনে করিয়ে দিলেন ‘লগান’ ছবির মুহূর্ত।
(যমজ সন্তানের বাবা হলেন করণ জোহর)
The Battle of St. Moritz #icecricket @engadinstmoritz @myswitzerlandin #inLOVEwithSWITZERLAND pic.twitter.com/OIha36vZOI
— Ranveer Singh (@RanveerOfficial) March 4, 2017
বরাবরই চনমনে মেজাজের রণবীর সুইজারল্যান্ডের মাটিতে, থুড়ি বরফে, ভারতের গুণগান গাইলেন। তবে একটু অন্যভাবে। বলা ভাল, এক্কেবারে নিজের স্বভাবসিদ্ধ কায়দায়। ব্যাট হাতে বরফের বাইশ গজে নেমে পড়েছিলেন। ধারাভাষ্যও দিলেন নিজেই। তবে টুইস্ট লুকিয়ে ছিল অন্য জায়গায়। খেলায় রণবীর জিতলে কী হবে? এর উত্তর দিলেন এক ইউরোপীয় ব্যক্তি। তাও আবার হিন্দিতে! আমির খানের অস্কার মনোনীত ছবি ‘লগান’-এর স্মৃতি উসকে ওই ব্যক্তি জানালেন, রণবীর জিতলে ‘দুগনা লগান মিলেগা।’ ব্যস, তারপর রণবীরকে হারায় সাধ্য কার! চিত্রগ্রাহক রোহন শ্রেষ্ঠর ডেলিভারিতে ছক্কা হাঁকিয়ে এক ওভারের ম্যাচে জয়ী অভিনেতা।
Faster than a speeding bullet !!!
#olympiabobrun @engadinstmoritz @myswitzerlandin #inLOVEwithSWITZERLAND pic.twitter.com/8RXGg70vmz
— Ranveer Singh (@RanveerOfficial) March 1, 2017
এখানেই শেষ হয়, সেন্ট মর্টিজে ববস্লেজিংও করলেন তিনি। এক্কেবারে অন্যরকমের অভিজ্ঞতা ভিডিওর মাধ্যমে ফ্যানদের সঙ্গে ভাগ করে নিলেন রণবীর। আর তাঁর কাছে সুইজারল্যান্ডের সংজ্ঞা? ‘অ্যাবসোলিউটলি বিউটিফুল।’ আপাতত স্বপ্নের দেশে যাওয়ার সুযোগ নেই? তাতে কী! ভিডিওগুলির মাধ্যমে আপনিও অভিনেতার সফরের অংশীদার হয়ে উঠতেই পারেন।
(রাজপুত নেতাদের অনুমতি না মিললে ‘পদ্মাবতী’র প্রদর্শন নয়)
Dashing through the snow !
#muottasmuragl #toboggan @EngadinStMoritz @MySwitzerlandIN #inLOVEwithSWITZERLAND pic.twitter.com/UZYspDRWx0
— Ranveer Singh (@RanveerOfficial) March 3, 2017
The post জানেন, বরফে ঢাকা সুইজারল্যান্ডে ক্রিকেট খেলে কী পুরস্কার পেলেন রণবীর? appeared first on Sangbad Pratidin.
