shono
Advertisement

Breaking News

বনশালির ‘পদ্মাবতী’র বিরুদ্ধে বিক্ষোভে একজোট হিন্দুত্ববাদী সংগঠনগুলি

দেশের ঐতিহ্য যাতে নষ্ট না হয়, তাই তাদের এই পদক্ষেপ বলে জানানো হয়েছে৷ The post বনশালির ‘পদ্মাবতী’র বিরুদ্ধে বিক্ষোভে একজোট হিন্দুত্ববাদী সংগঠনগুলি appeared first on Sangbad Pratidin.
Posted: 02:03 PM Jan 30, 2017Updated: 08:46 AM Jan 30, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করনি সেনার পর এবার বজরঙ্গ দল৷ ফের বিক্ষোভের মুখে সঞ্জয় লীলা বনশালির পদ্মাবতী৷ ছবিতে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে আজেমেরে বিক্ষোভ দেখালেন বজরঙ্গ দলের সমর্থকরা৷ একই অভিযোগে বিক্ষোভে শামিল অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভাও৷

Advertisement

‘হিন্দু সন্ত্রাস’ আর ‘মিথ’ নয়, বনশালি নিগ্রহে বিস্ফোরক অনুরাগ

জয়পুরের জয়গড় দুর্গে শুটিং চলাকালীন ছবির বিরুদ্ধে বিক্ষোভ দেখায় করনি সেনার সমর্থকরা৷ তাদের অভিযোগ, রানি পদ্মাবতীর চরিত্রকে বিকৃতভাবে তুলে ধরা হচ্ছে ছবিতে৷ প্রতিবাদের জেরে হেনস্তার মুখে পড়তে হয় পরিচালককে৷ তা নিয়ে উত্তপ্ত বলিপাড়া৷ ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন আর এক পরিচালক অনুরাগ কাশ্যপ৷ তাঁর প্রশ্ন, যাঁরা জীবনভর ইতিহাস পড়ছেন বা গবেষণা করছেন, তাঁদের থেকে কি যাঁরা পড়াশোনা করে না, তাঁরা বেশি জানেন? সঞ্জয় অবশ্য জানিয়েছেন, পদ্মাবতীর চরিত্র চিত্রণে কোনওরকম ইতিহাসবিকৃতি নেই৷ কিন্তু তাঁর বক্তব্যের পরও বিক্ষোভ কমছে না৷ এবার আসরে বজরঙ্গ দল৷ আজমেরে দলের সমর্থকরা ‘পদ্মাবতী’র বিরুদ্ধে বিক্ষোভ দেখায়৷ তাদের দাবি, ছবিতে রানি পদ্মাবতীকে নিয়ে কোনওরকম ইতিহাসবিকৃতি তারা মেনে নেবে না৷ দেশের ঐতিহ্য যাতে নষ্ট না হয়, তাই তাদের এই পদক্ষেপ বলে জানানো হয়েছে৷ এদিন একই অভিযোগে বনশালির বিরুদ্ধে বিক্ষোভ দেখায় অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা৷ পোড়ানো হয় কুশপুতুলও৷

 

The post বনশালির ‘পদ্মাবতী’র বিরুদ্ধে বিক্ষোভে একজোট হিন্দুত্ববাদী সংগঠনগুলি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement