সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’তে হয়েছিলেন মহিলা পুরোহিত, অন্যজন ‘ব্রহ্মাস্ত্র’র শিবা। পুজোর অবসরে বলিউডের হার্টথ্রব রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে চুটিয়ে আড্ডা মেরেছেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)।সেই ভিডিও শুক্রবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী।
Advertisement


এক গয়নাপ্রস্তুতকারক সংস্থার হয়ে বিজ্ঞাপনে অভিনয় করেন ঋতাভরী। সেই সংস্থার নবরাত্রির পুজোয় রণবীরের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। দু’জনে একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ঋতাভরী লেখেন, “কী মিষ্টি মানুষটা… সূর্যের আলোর মতো উজ্জ্বল।”