shono
Advertisement

Breaking News

‘ব্রহ্মা জানেন’থেকে ‘ব্রহ্মাস্ত্র’, পুজোর অবসরে ঋতাভরীর সঙ্গে চুটিয়ে আড্ডা রণবীরের

কথোপকথনের ভিডিও আপলোড করেছেন অভিনেত্রী।
Posted: 06:28 PM Oct 07, 2022Updated: 06:28 PM Oct 07, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’তে হয়েছিলেন মহিলা পুরোহিত, অন্যজন ‘ব্রহ্মাস্ত্র’র শিবা। পুজোর অবসরে বলিউডের হার্টথ্রব রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে চুটিয়ে আড্ডা মেরেছেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)।সেই ভিডিও শুক্রবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী। 

Advertisement

এক গয়নাপ্রস্তুতকারক সংস্থার হয়ে বিজ্ঞাপনে অভিনয় করেন ঋতাভরী। সেই সংস্থার নবরাত্রির পুজোয় রণবীরের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। দু’জনে একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ঋতাভরী লেখেন, “কী মিষ্টি মানুষটা… সূর্যের আলোর মতো উজ্জ্বল।”

[আরও পড়ুন: অস্কারে সেরা বিদেশি ছবি হিসেবে মনোনীত মালালা ইউসুফজাই প্রযোজিত পাক ছবি ‘জয়ল্যান্ড’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement