shono
Advertisement

Sreelekha Mitra: ফেসবুক থেকে ‘বিরতি’নিলেন শ্রীলেখা মিত্র! কারণ ঘিরে তুঙ্গে জল্পনা

'বিষাক্তকে বিদায়', কেন একথা লিখলেন শ্রীলেখা?
Posted: 01:16 PM Feb 16, 2023Updated: 01:23 PM Feb 16, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় তাঁর সক্রিয়তা প্রশ্নাতীত। সাম্প্রতিক বিতর্কিত ইস্যু হোক কিংবা সমকালীন সংস্কৃতি চর্চা – সবেতেই তাঁর পোস্ট চোখে পড়েই ফেসবুক (Facebook) ব্যবহারকারীদের। কখনও-সখনও তা নিয়ে কটাক্ষ, সমালোচনা হয়। আবার পালটা নেটিজেনদের জবাব দেন তিনি। এহেন ব্যক্তিত্ব আচমকা ফেসবুক থেকে বিরতি ঘোষণা করলেন! বাম মনোভাবাপন্ন অভিনেত্রী শ্রীলেখা মিত্রর (Sreelekha Mitra) এই ঘোষণা ঘিরে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। কী কারণে শ্রীলেখার এই সিদ্ধান্ত, তা আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Advertisement

বৃহস্পতিবার শ্রীলেখা নিজের ফেসবুক প্রোফাইলেই বিরতির কথা ঘোষণা করেছেন। তিনি লিখেছেন, ”Taking a sabbatical from facebook profile, page shall remain active. After a thorough cleansing both on myself and friend list hopefully shall be back.Adieu from toxicity.” যার বাংলা করলে দাঁড়ায়, ”ফেসবুক প্রোফাইল থেকে সাময়িক বিরতি নিলাম, পেজ অ্যাকটিভ থাকবে। নিজেকে এবং নিজের ফ্রেন্ডলিস্টকে পরিশুদ্ধ করার পর আশা করি ফিরে আসব। বিষাক্তকে বিদায়।”

[আরও পডুন: পাভারের ট্যাকলে পা ভাঙতে পারত মেসির, ক্ষুব্ধ নেইমার বললেন, ‘তুমি কি উন্মাদ?’]

তাঁর এই পোস্টের নিচে অনুরাগীদের প্রতিক্রিয়াও কম নয়। কেউ তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, পাশাপাশি তাঁর পোস্ট দেখতে না পেলে তাঁদের মনখারাপ হবে বলেও উল্লেখ করেছেন। আবার কেউ কেউ জানিয়েছেন, অভিনেত্রীর ফেসবুকে ফিরে আসার জন্য তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

[আরও পডুন: এবার কি জ্বালানি তেলে জিএসটি? বণিকসভায় ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী নির্মলা]

সম্প্রতি ‘নটী বিনোদিনী’ সিনেমায় নায়িকার লুক নিয়ে সরব হয়েছিলেন শ্রীলেখা মিত্র। বিনোদিনী রূপী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) ছবি প্রকাশ্যে আসার পর তিনি প্রশ্ন তুলেছিলেন, ‘বিনোদিনী কি রোগা ছিলেন?’ নিজের বিনোদিনী রূপের ছবিও তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন। শ্রীলেখার এই মন্তব্যে নেটপাড়ায় হইচই পড়ে যায়। তবে এ নিয়ে রুক্মিণীর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, এবার শ্রীলেখার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন ছবির সঙ্গে যুক্ত অরিত্র দাস। সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখাকে ইঙ্গিত করে অরিত্র লেখেন, ওঁর জেনারেল নলেজের ক্লাস নেওয়া উচিত। সেই ঘটনার জেরেই কি শ্রীলেখার সাময়িক বিদায়? উত্তর খুঁজছে নেটজনতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement