shono
Advertisement

Breaking News

পুরুষরা সাবধান, এবার গলা কাটতে আসছে স্ত্রী! ভিডিও ভাইরাল

এই ছবিতেও দেখা যাবে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুরকে।
Posted: 03:21 PM Jul 11, 2023Updated: 03:21 PM Jul 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত হলেই গ্রাম থেকে গায়েব পুরুষের দল। লোকে বলে স্ত্রী টেনে নিয়ে গিয়েছে গ্রামের পুরুষদের। হ্যাঁ, ঠিক এমনই গল্প নিয়ে ২০১৮ সালে হাজির হয়েছিলেন শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও। ছবির নাম ‘স্ত্রী’। আর এবার আসতে চলেছে ‘স্ত্রী ২’। নতুন এই ছবিতে, নতুন স্ত্রী এবার পুরুষদের গলা কাটবে! এমনই এক টিজার শেয়ার করে ‘স্ত্রী’ পার্ট টুয়ের শুটিং শুরুর ঘোষণা করলেন শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও।

Advertisement

এই ছবিতেও দেখা যাবে রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুরকে। তবে স্ত্রী ছবির দ্বিতীয় পর্বে চমক থাকবে আরও। এমনই ইঙ্গিত দিলেন পরিচালক অমর কৌশিক।

[আরও পড়ুন: পরনে সাদা ধুতি-পাঞ্জাবি, ‘বাঘাযতীন’ ছবির শুটিং শেষ করেই নতুন পোস্ট দেবের, কী লিখলেন অভিনেতা?]

অন্যদিকে, কাশ্মীরের বীর কন্যা রুকসানা কউসরের ভূমিকায় অভিনয় করতে চলেছেন শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)। এমনই খবর শোনা যাচ্ছে। যদি তা হয় তাহলে সাহসিকতার এক কাহিনির অঙ্গ হতে চলেছেন অভিনেত্রী।

রুকসানার চরিত্রে অভিনয় করার জন্য প্রথমে বছর কুড়ির এক অভিনেত্রীকে খুঁজছিলেন প্রযোজকরা। কিন্তু পরে শ্রদ্ধাকে তাঁদের মানানসই মনে হয়। ছবির নাম এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সমস্ত কিছু ঠিকঠাকভাবে এগোলে খুব শিগগিরিই শুটিং শুরু হতে পারে বলে খবর।

[আরও পড়ুন: ‘এই তো সুশিক্ষা’, বয়স্ক ফ্যানের সঙ্গে মিষ্টি ব্যবহার শ্রদ্ধার, ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement