shono
Advertisement

শরীর নিয়ে খোঁটা, বাচ্চায় মন দেওয়ার উপদেশ, কটাক্ষের জবাবে মধ্যমা দেখালেন শুভশ্রী!

অভিনেত্রী নিজেই শেয়ার করেছেন ভিডিও।
Posted: 07:47 PM Dec 02, 2023Updated: 07:47 PM Dec 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য মা হয়েছেন। কোল আলো করে এসেছে ছোট্ট মেয়ে। রাজ-শুভশ্রীর সংসারে খুশির হাওয়া। তবে অন্তঃসত্ত্বা অবস্থায় নানা কটাক্ষ শুনতে হয়েছে অভিনেত্রীকে। তার জবাব এবার দিলেন সোশাল মিডিয়ায়। আপলোড করলেন ভিডিও।

Advertisement

ভিডিওটি গর্ভবতী অবস্থাতেই শুট করেছিলেন শুভশ্রী। ইনস্টাগ্রামে আপলোড করেন শনিবার। দেখা যায়, বেবিবাম্প নিয়েই চিত্রনাট্য পড়তে ব্যস্ত অভিনেত্রী। ওদিকে চলছে মেকআপ। তার মধ্যে নেপথ্যে শোনা যাচ্ছে একের পর এক কটাক্ষ। কেউ শুভশ্রীকে শরীর নিয়ে খোঁটা দিচ্ছেন, কেউ আবার বাচ্চার দিকে মন দিতে বলছেন। অভিনেত্রী এবার মায়ের চরিত্রই পাবেন বলে বিদ্রুপ করা হচ্ছে।

[আরও পড়ুন: OMG! রণবীর কাপুর নয়, রণবীর সিংকে অফার করা হয়েছিল ‘অ্যানিম্যাল’! কেন না করলেন?]

নিন্দুকদের লেখা মন্তব্যের স্ক্রিনশটও ভিডিওতে ব্যবহার করা হয়েছে। আর সমস্ত কটাক্ষের জবাব মধ্যমা দেখিয়ে দিয়েছেন অভিনেত্রী। তাঁর এই ভিডিও দেখে মৌনী রায় কমেন্টবক্সে লিখেছেন, “এই জন্যই তো আমরা বন্ধু।”

[আরও পড়ুন: টি-শার্টেই প্রেমের ইস্তেহার অনন্যার! ছোট্ট শব্দেই যেন আদিত্যর অনুরাগের ছোঁয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement